পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ, মামলা


নড়াইল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৪, ২০১৭, ১২:৫৪ পিএম
পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ, মামলা

নড়াইল: নড়াইলে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে পুলিশ কর্মকর্তা  সৈয়দ আল মামুন। তিনি লোহাগড়া পৌরসভার কুন্দশী এলাকার সৈয়দ সিরাজ আলীর ছেলে।

রোববার রাতে নির্যাতিতা স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্যাতিতা গৃহবধু ফাতেমা বেগম জানান, সাড়ে চার বছর আগে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী এলাকার পুলিশ কর্মকর্তা সৈয়দ আল মামুনের সাথে। বিয়ের পর বছর খানেক সুখের জীবন কাটলেও যৌতুকের দাবিতে তার ওপর শুরু হয় নির্যাতন।

পদোন্নতির কথা বলে পুলিশ কর্মকর্তা স্বামী তার বাবার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন বলে অভিযোগ করে এই গৃহবধু । দাবিকৃত এই টাকা দিতে ব্যর্থ হওয়ায় গত শুক্রবার রাতে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে তাকে। 

শনিবার সকাল ১০ টার দিকে গৃহবধূকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পর থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ বিভিন্ন অজুহাতে ঘোরাতে থাকে। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হলে পুলিশ রাতে অভিযোগটি এজাহার হিসাবে নথিভূক্ত করে।

নির্যাতিতা গৃহবধূর ভাই সাবু শরীফ জানান, পুলিশ কর্মকর্তা সৈয়দ আল মামুন উজির খুলনার আদালতে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। ছুটিতে বাড়ি আসার পর ফাতেমার ওপর অমানবিক নির্যাতন চালায়। এই ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন নির্যাতিতাসহ তার পরিবারের লোকজন।

গো নিউজ২৪/পিআর

দেশজুড়ে বিভাগের আরো খবর