জামিনের পর মাইক্রোবাসে আসামি উধাও, অতঃপর লাশ...


স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: জুলাই ২২, ২০১৭, ০১:০৮ এএম
জামিনের পর মাইক্রোবাসে আসামি উধাও, অতঃপর লাশ...

যশোর: খুলনার ডুমুরিয়ায় উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় যুবকের লাশের পরিচয় মিলেছে। নিহত ওই যুবকের নাম রাজু আহমেদ (৩৫)। তিনি যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। এছাড়া রাজু চৌগাছার আলোচিত আশা চেয়ারম্যান হত্যাকান্ড মামলার অন্যতম আসামি।

সম্প্রতি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা চত্বর থেকে একটি মোটরসাইকেল চুরির অভিযোগে মহেশপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে ঝিনাইদহ কারাগারে প্রেরণ করে। মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের স্ত্রী সেতু জানান, মঙ্গলবার তার জামিনের কথা ছিল। সে অনুযায়ী আমরা ওই দিন ঝিনাইদহ জেলখানার সামনে যাই। কিন্তু স্থানীয়রা জানান, সে একটি মাইক্রোবাসে করে চলে গেছে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে বিভিন্ন অনলাইনে খুলনায় অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে, এই সংবাদের ছবি দেখে তাকে চিনতে পারি। সেই খবর পেয়ে আমরা খুলনার উদ্যেশ্যে রওনা হয়েছি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, শুক্রবার ভোরে চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর ঈদগাহ মোড়ের সন্নিকটে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পরিচয় শনাক্ত সম্পর্কে ওসি আরও জানান, একজন ফোন করে তাকে জানিয়েছিলেন, তাদের একজন কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছে। তারা লাশ শনাক্ত করতে চান। তাদের জানানো হয়েছে, লাশ খুমেক হাসপাতাল মর্গে রয়েছে। সেখানে গিয়ে শনাক্ত করতে হবে।

গো নিউজ২৪/এন

দেশজুড়ে বিভাগের আরো খবর