রাজশাহীতে ছাত্রলীগে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জুলাই ১৭, ২০১৭, ০৩:৫৯ পিএম
রাজশাহীতে ছাত্রলীগে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

রাজশাহী: রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের টেন্টে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে এক পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। সোমবার (১৭ জুলাই) দুপুরে এ সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কলেজ ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক বাইতুল হোসেন তরুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ।

ওসি আরো জানান, টেন্টে বসা নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই সমর্থকের মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হন। 

আহতদের মধ্যে বকতিয়ার ফাহিম, দিপু, আকাশের নাম জানা গেছে। অপরজনের নাম জানা যায়নি। আহতদের মধ্যে আকাশসহ দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এছাড়াও সংঘর্ষ থামাতে দিয়ে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জার্জিস কাদির বলেন, টেন্টে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শিক্ষক ও পুলিশসহ নগর ছাত্রলীগের নেতারা দু’পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছে।

গো নিউজ২৪/এন

দেশজুড়ে বিভাগের আরো খবর