মাইক্রোবাস উল্টে খাদে, নিহত ৩


চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০১৭, ১১:৫৩ এএম
মাইক্রোবাস উল্টে খাদে, নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি মাইক্রোবাস উল্টে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া চম্পা রোলিং মিলের সামনের সড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে চালকসহ ছয়জন।

নিহতরা হলেন— চট্টগ্রামের হাটহাজারির বালুছড়া এলাকার সোলায়মান (৬০), চাটগার পূর্ব ষোলশহরের মো. নাসের (৬০) ও বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা মনিকা রানী দাস।

সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মনিরুজ্জামান জানান, মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে বারৈয়ারহাট যাচ্ছিল। পথে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় চম্পা রোলিং মিলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি উল্টে প্রথমে রাস্তার পাশের খাদে এবং সেখান থেকে গড়িয়ে পুকুরে পড়ে যায়।

তিনি জানান, রাস্তার পাশেই খাদে নেমে শাক তুলছিলেন মনিকা রানী। মাইক্রোবাসটি উল্টে তার ওপর পড়লে চাপা পড়ে তিনি মারা যান। এছাড়া মাইক্রোবাসের দুই যাত্রীও ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে বলেও জানান এসআই মনিরুজ্জামান।

গো নিউজ২৪/এএইচ

দেশজুড়ে বিভাগের আরো খবর