এবার হাওরের বিষাক্ত গ্যাসে মরলো ৬ মহিষ


উপজেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৭, ০৭:৫২ পিএম
এবার হাওরের বিষাক্ত গ্যাসে মরলো ৬ মহিষ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: এবার সুনামগঞ্জের ছাতকে হাওরের পানিতে ডুব দিয়ে খাদ্য খাওয়ায় বিষাক্ত গ্যাসে একই পরিবারের ৬টি মহিষ মারা গেছে। 

সোমবার উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বাতিরকান্দি গ্রামের লিলু মিয়ার ৬টি মহিষ মারা গেছে। মহিষগুলো চিরাচরিত নিয়মে গ্রামের পার্শ্ববর্তী নাইন্দার হাওরে পানিতে ডুব দিয়ে খাবার খেতে গিয়ে অসুস্থ হয়ে মারা যায়। 

ঘটনার পর বাতিরকান্দি গ্রামসহ নোয়ারাই ইউপির অনেকেই পানিতে ইউরেনিয়ামের প্রভাবে এ ঘটনা ঘটেছে বলে দাবি করছেন। 

এভাবে ছাতক পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে মারা গেছে হাঁস, মাছ, মহিষ, জলচর ও উভয়চরসহ গৃহপালিত আরো অসংখ্য প্রাণী। 

এ ব্যাপারে লিলু মিয়ার চাচাতো ভাই গোলাম মোস্তফা ও আলতাফ মিয়া তালুকদার জানান, ৭টি মহিষের মধ্যে ৬টিই মারা যাওয়ায় পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। হাওরের ঘাস খেতে গিয়ে এগুলো মারা যায়। 

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন (ডেইরি অ্যন্ড পোল্ট্রি বিশেষজ্ঞ) ডাক্তার আবদুস শহিদ হোসেন বলেন, “দূষিত কোনো পদার্থের জন্যেই এ ঘটনা ঘটতে পারে। তবে এ ব্যাপারে আরো উচ্চ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।” 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ছাইফুল ইসলামের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।  

গোনিউজ২৪/এম

দেশজুড়ে বিভাগের আরো খবর