মেহেরপুরে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি


দিলরুবা খাতুন, মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৭, ১১:৫৭ এএম
মেহেরপুরে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি


মেহেরপুর রোববার রাত নয়টার দিকে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আম-লিচু, কাাঁঠালেরবেশী ক্ষতি হয়েছে। শতাধিক ঘর-বাড়ি বিদ্ধস্তর খবর পাওয়া গেছে। বড় বড় গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।  সরেজমিনেকাথুলী সড়কেদেখা যায়বেশ কয়েকটি বাড়ির টিনের চালা উড়ে গেছে। ওয়াবদা সড়কে গাছ পড়ে বিদ্যুৎসরবরাহ বন্ধ হয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান বোরো ধান, আম, কাঁঠালের বেশী ক্ষতি হয়েছে। 

আবাসিক প্রকৌশলী ওমর ফারুখ মামুন জানান, গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। লোকবল রাত থেকেই কাজ করছে। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে নিশ্চিত করে বলা যাচ্ছেনা।

গো নিউজ২৪/এএইচ
 

দেশজুড়ে বিভাগের আরো খবর