মেহেরপুরে ঝড় ও শিলা-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি


জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৭, ০৫:৪৫ পিএম
মেহেরপুরে ঝড় ও শিলা-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি

মেহেরপুর প্রতিনিধি: ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে জেলার শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্তসহ আম, কাঁঠাল, লিচু, কলা, সজিনা, বোরো ধান ছাড়াও শাক-সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বুধবার রাত ৯টার দিকে ঝড় আর শিলাবৃষ্টি  শুরু হয়। একঘণ্টা ধরে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় শত শত বিঘা জমির বোরো ধান মাটির সাথে শুয়ে পড়েছে। গাছের আম ঝরে পড়েছে। 

এদিকে বড় বড় গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিদ্যৎ সরবরাহ স্বাভাবিক হয়। 

শামীম ইলেক্ট্রনিক্সের সত্ত্বাধিকারী শামীম হোসেন জানান, বজ্রপাতে বিকল হয়ে যাওয়া ৩৩টি টেলিভিশন শুধুমাত্র তার প্রতিষ্ঠানেই মেরামতের আনা হয়েছে। কয়েকশ টেলিভিশন বিকল হয়ে থাকতে পারে। 

সরেজমিনে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মাঠে দেখা যায় ঝড়ে মাঠের ধান মাটির সাথে শুয়ে পড়ে আছে। 

আমচাষী মনিরুল হক জানান, এমনিতেই তাপদাহে আম ঝরে পড়েছে। তার ওপর ঝড়ে তাদের চরম ক্ষতি করে দিল। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ইউনিয়ন পর্যায়ের সুপারভাইজারদের ক্ষয়ক্ষতি নিরুপণে নির্দেশ দেয়া হয়েছে।

গোনিউজ২৪/এম

দেশজুড়ে বিভাগের আরো খবর