গোসাইরহাটে ৪৮০ পরিবার পেল বিদ্যুৎ


জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৪, ২০১৭, ০৭:৫২ পিএম
গোসাইরহাটে ৪৮০ পরিবার পেল বিদ্যুৎ

শরীয়তপুর প্রতিনিধি: জেলার গোসাইরহাট উপজেলার দক্ষিণ মলংচড়া, মধ্য বড়কাচনা, চরধীপুর ও ধীপুর গ্রামের ৪৮০টি পরিবার পেল বিদ্যুতের আলো।

শুক্রবার বিকেলে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বড়কাচনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুইচ টিপে বিদ্যুতায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

নাগেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. মহসিন সরদারের সভাপত্বিতে অনুষ্ঠানের সঞ্চালনা করেন শরীয়তপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সোহরাব আলী বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার।

এসময় গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. শাজাহান, শরীয়তপুর পল্লী বিদ্যুতের ডামুড্যা শাখার ডিজিএম মিজানুর রহমান, গোসাইরহাট পল্লী বিদ্যুতের সহ-সভাপতি  মো.আবুল কালাম, কোষাধ্যক্ষ নাসরিন জাহান, জেলা পরিষদের সদস্য গোলাম রব্বানী চৌধুরী শাকিল, নাগেরপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান ডা.আব্দুল জলিল, নাগেরপাড়া ইউপি চেয়ারম্যান এনায়েত করিম মিলু, কোদালপুর ইউপি চেয়ারম্যান এসএম মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গোনিউজ২৪/এম

দেশজুড়ে বিভাগের আরো খবর