বাংলাদেশ এখন ভিক্ষা নিয়ে বাজেট করে না’


জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৮, ২০১৭, ০৮:১৮ পিএম
বাংলাদেশ এখন ভিক্ষা নিয়ে বাজেট করে না’

জামালপুর প্রতিনিধি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, “প্রধানমন্ত্রীর উন্নয়নমুখী উদ্যোগের কারণে বাংলাদেশ ভিক্ষুকের জাতি অপবাদ থেকে বের হয়ে এসেছে।  বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ, ভিক্ষুকের জাতি নয়। আগে ভিক্ষার টাকা নিয়ে দেশের বাজেট প্রণয়ন করতে হতো, আর এখন পার্শ্ববর্তী দেশের দুর্যোগে প্রথম আমরাই সহায়তা দেই। “

জামালপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে সমৃদ্ধি জেলা গড়ার লক্ষে শনিবার বিকেলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জামালপুর জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা ও স্যোসাল মিডিয়া সংলাপে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল করিম হীরা, ফরিদুল হক খান দুলাল, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাজিবুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়মী লীগের সভাপতি অ্যাড. বাকী বিল্লাহ প্রমুখ।

এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ, খুলনা, নড়াইল, নীলফামারী, শেরপুর ও নেত্রকোনা মতবিনিময় সভায় অংশগ্রহণ করে স্ব স্ব জেলার সম্ভাবনার নানা দিক তুলে ধরেন।

গোনিউজ২৪/এম

দেশজুড়ে বিভাগের আরো খবর