লালমনিরহাটে ঝড়-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি


জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৮, ২০১৭, ০৬:২৭ পিএম
লালমনিরহাটে ঝড়-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

লালমনিরহাট প্রতিনিধি: জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শিলাবৃষ্টি ও ঝড়ে উঠতি ফসল নষ্টসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিসহ শতাধিক কাঁচা ঘরবাড়ি। 

শনিবার বিকেলে জেলার সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে এ শিলাবৃষ্টি ও ঝড় বয়ে যায়।  

এর আগে শুক্রবার রাতে জেলার পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে শিলাবৃষ্টি ও ঝড়ে ভুট্টা, তামাক ও গমসহ বিভিন্ন ফসলি ক্ষেতের উঠতি ফসল নষ্ট হয়ে গেছে।  

লালমনিরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক বিধু ভূষণ রায় জানান, দুই দিনের শিলা বৃষ্টির কারণে উঠতি ফসলের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।  উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে ক্ষতির খোঁজ-খবর নেয়া হচ্ছে। 

গোনিউজ২৪/এম

দেশজুড়ে বিভাগের আরো খবর