লালমনিরহাটে নার্স অপহরণ, মুক্তিপণে উদ্ধার


জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০১৭, ০৬:৫৭ পিএম
লালমনিরহাটে নার্স অপহরণ, মুক্তিপণে উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি: জেলার পাটগ্রাম উপজেলায় নার্সকে অপহরণের পর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

শুক্রবার বিকেলে তাকে গা্ইবান্ধা থেকে উদ্ধার করা হয়। 

অপহৃত নার্সের নাম নীলা রানী মোহন্ত। তিনি পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নীলা রানী বৃহস্পতিবার সন্ধ্যায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে লালমনিরহাট মাঝিপাড়া বাড়ি যাওয়ার পথে অপহরণের শিকার হন।  পরে অপহরণকারীরা শুক্রবার বিকেলে মোবাইল ফোনে তার স্বামী অনিল চন্দ্রের কাছে ৩৩ হাজার টাকা দু’টি বিকাশ নম্বরে মুক্তিপণ আদায় করে।  এর পর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ রেল স্টেশনে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়।  

ওই সময় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করার । 

ওই নার্সের স্বামী অনিল চন্দ্র জানান, গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  

পাটগ্রাম হাসপাতালের পঃ পঃ স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোহাম্মদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোনিউজ২৪/এম

দেশজুড়ে বিভাগের আরো খবর