বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২


জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ০৮:৪৭ পিএম
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

বগুড়া: জেলার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও বাসের হেলপার নিহত হয়েছেন। কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।  

শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসের হেলপার নওগাঁর বেজাহার গ্রামের আফজাল হোসেনে ছেলে ‍দুলাল (৪০)। তবে নিহত ট্রাক চালকের নাম ও পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে আটজনের নাম পাওয়া গেছে। এরা হলেন-নওগাঁর মহাদেবপুরের বাবুল (৪৮), এশিয়া খাতুন (৫০), একই জেলার রানীনগরের রহিদুল (৩৫), পত্নীতলার শামছুদ্দিন (৩০) রংপুরের মিঠাপুকুরের লিলি (৫০), নওগাঁর আত্রাইয়ের হারুন (৩৫), জয়পুরহাটের আক্কেলপুরের আজদুল (৪০) ও একই এলাকার সোহেল (৩৫)। 

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে নওগাঁ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী মালবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। 

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গোনিউজ২৪/এম

দেশজুড়ে বিভাগের আরো খবর