ঢাকা-বগুড়া-কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩


জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ০৬:০০ পিএম
ঢাকা-বগুড়া-কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

ঢাকা: রাজধানী এবং কক্সবাজারের মহেশখালী ও বগুড়ার কাহালুতে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে।

সোমবার রাত ও মঙ্গলবার সকালে এসব ঘটনা ঘটে।  

সোমবার রাত সাড়ে ৩টার দিকে তাঁতীবাজারে চিত্রা সিনেমা হলের গলিতে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন সাগর (২৮) নামে এক ব্যক্তি। পুলিশ বলছে, নিহত ব্যক্তি ছিনতাই মামলার আসামি ছিলেন।

পুলিশ বলছে, সাগর (২৮) ডাকাত দলের সদস্য ছিলেন। কয়েক মাস আগে ইসলামপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই করার মামলায় আসামি তিনি।

পুলিশের ভাষ্য, রাতে চিত্রা সিনেমা হলের সামনে দিয়ে আটজন যুবককে হেঁটে যেতে দেখে পুলিশ তাদের পরিচয় জানতে চায়। তারা পরিচয় না দিয়ে পুলিশের দিকে বোমা ও গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলির পর সাগরকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়ার কাহালু উপজেলার পতনজা এলাকায় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকি বলেন, “পতনজা এলাকায় পুলিশ টহল দেয়ার সময় হঠাৎ অজ্ঞাত সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে অজ্ঞাতপরিচয় এক সন্ত্রাসী গুরুতর আহত হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।”

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী বাহিনীর প্রধান আবদুস সাত্তার নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র ব্যবসায়ী আবদুস সাত্তার বাহিনীর লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও পাল্টা গুলি করে। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ শেষে সন্ত্রাসীরা পাহাড়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আবদুস সাত্তারকে পাওয়া যায়। এসময় তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নেয়া হলে

কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশের চার সদস্যও আহত হয়েছেন। তাদের মহেশখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি জানান, বন্দুকযুদ্ধের সময় আশপাশের এলাকা থেকে ছয়টি বন্দুক ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গো নিউজ২৪/এম

দেশজুড়ে বিভাগের আরো খবর