দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু


প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০১৬, ১২:১৩ পিএম
দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর দেশের ৩টি রুটে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

৭ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। অন্যদিকে ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু হয়। এছাড়াও, ৫ ঘণ্টা বন্ধ থাকার পর একই সময়ে শরীয়তপুর (ইব্রাহিমপুর)-চাঁদপুর (হরিণা ঘাট) রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক অাবু অাব্দুল্লাহ জানান, মধ্যরাত থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরি ছাড়া হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে গেলে অন্যান্য রুটেও ফেরি চলাচল আবার শুরু হয়।

বিআইডব্লিউটিএ কাওড়াকান্দি ঘাটের ম্যানেজার আ. সালাম জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কায় ভোর ৩টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হয়।

গো-নিউজ২৪/বিএস

দেশজুড়ে বিভাগের আরো খবর