একদিনে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ


নিউজ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩, ০৮:৪০ এএম
একদিনে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার ভোরে উপজেলার কাঠালডাঙ্গী বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকলেছ (২৮)। অপরজন একই এলাকার বাসেদ আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫)।

সোমবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করে বিজিবি ও পুলিশ। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ এবং হরিপুর কাঠালডাঙ্গী বিওপি কোম্পানি কমান্ডার এন্তাজুল হক জহিরুল ইসলাম এসব তথ্য জানান।

ওসি ফিরোজ ওয়াহিদ জানান, সোমবার ভোরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ নাগর নদীর উপশাখা শিরানী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

কাঠালডাঙ্গী বিওপি কোম্পানি কমান্ডার এন্তাজুল হক জহিরুল ইসলাম বলেন, ভারত সীমান্তের ভেতরে এক বাংলাদেশিকে গুলি করে বিএসএফ। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। মরদেহ এখনো বিএসএফের কাছে আছে।

তবে ঠিক কী কারণে বিএসএফ গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি বিজিবি ও পুলিশ।

দেশজুড়ে বিভাগের আরো খবর