আন্দোলনের মুখে মধ্যরাতে রাবি প্রক্টরকে প্রত্যাহার


দেশজুড়ে প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ১০:৫৬ এএম
আন্দোলনের মুখে মধ্যরাতে রাবি প্রক্টরকে প্রত্যাহার

শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে নিজ বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এর আগে, রাত ৮টার দিকে ক্যাম্পাসে নির্মাণাধীন ভবনের সামগ্রী আনার কাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় হিমেল নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত ও দুই জন আহত হন। নিহত হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। তারা মোটরসাইকেলে পার হওয়ার সময় ট্রাকটি ধাক্কা দেয়। আহত একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যজনকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলে রাখা হয়েছে।

সহপাঠীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের একাংশ রাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আরেকটি অংশ ঘটনাস্থলে অবস্থান নেয়। তারা প্রক্টরের প্রত্যাহার ও সহপাঠী হত্যার বিচার দাবি করে।

দেশজুড়ে বিভাগের আরো খবর