সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, আটকা কয়েকশ পর্যটক 


দেশজুড়ে প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৯:৪৩ এএম
সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, আটকা কয়েকশ পর্যটক 

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে সমুদ্র উত্তাল। ফলে টেকনাফ-সেন্টমার্টিন রুটে রোববার-সোমবার দুই দিন পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে দ্বীপে আটকা পড়েছে প্রায় তিনশ পর্যটক। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, ‘ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। তবে কয়েকশ পর্যটক দ্বীপে রাতযাপন করছেন। তারা সবাই ভালো আছেন। তাদের খোঁজখবর রাখা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর কারণে দুইদিন জাহাজ চলাচল বন্ধ। আবহাওয়া স্বাভাবিক হলে মঙ্গলবার থেকে পুনরায় জাহাজ চলবে।  তিনি জানান, যেসব পর্যটক টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রমণে এসে দ্বীপে রাতযাপনকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন, সেই বিষয়ে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, কক্সবাজারসহ দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে দুর্ঘটনা এড়াতে এই রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে দ্বীপে বেড়াতে এসে ৩শ’র বেশি পর্যটক স্বেচ্ছায় দ্বীপে রাতযাপন করবেন। এই রুটে পাঁচটি জাহাজ চলাচল করছে। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ চলাচলে আবার অনুমতি দেওয়া হবে।

দেশজুড়ে বিভাগের আরো খবর