ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রক্তের মধ্যে বোশেখী চাঁদ


গো নিউজ২৪ | আতিক আজিজ প্রকাশিত: মার্চ ৩০, ২০১৯, ০৬:০১ পিএম আপডেট: মার্চ ৩০, ২০১৯, ১২:০১ পিএম
রক্তের মধ্যে বোশেখী চাঁদ

রক্তের মধ্যে বোশেখী চাঁদ
                                       আতিক আজিজ

বৃষ্টির ভিতরে তুমি কি দেখতে পাও মেঘের শরীর?
অথচ- মেঘ ছাড়া বৃষ্টিধারা নেই।

জলপতনের মতো বাহারী শব্দের প্রত্যক্ষ প্রমাণও যদি না থাকে তবে দেখবে-
আকাশে মেঘ আছে, ঝড় আছে, বিদ্যুৎ চমক 
তাও আছে ঈশানে নৈর্ঋতে, এইতো সময়। 

অন্তরালে আমায় এবার 
শুভ্র বাহারি রঙয়ের পোষাক দান করো বৈশাখী উৎসবে,

আমার গোপন সিন্দুক ভেঙ্গে সমস্ত কোমল রত্ম হাতে তুলে দাও,
হাত ধরে নিয়ে চলো অবিরত ঢেউ তোলা বৃত্তের প্রাঙ্গনে।

আমার শীতল হাত তোমার কোমর ছুঁয়ে নিতম্বে লম্বিত হলে
আদিম ডাক বেজে উঠবে আয়ুর কোটরে 
রক্তবিন্দু জ্বলে উঠবে তরল স্পৃহায়,
তোমার রক্তের মধ্যে বোশেখী চাঁদ হয়ে খেলা করে যাবো। 

 

গো নিউজ২৪/আই

  

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস