ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নয়নের মনি


গো নিউজ২৪ | রুপা আক্তার প্রকাশিত: মার্চ ১১, ২০১৯, ০৪:৩৩ পিএম আপডেট: মার্চ ১১, ২০১৯, ১০:৩৩ এএম
নয়নের মনি

নয়নের মনি
- রুপা আক্তার

ফাগুনের এই আগুন ঝরা রোদেলা দিনে
হিয়া তুমি চলে গেছো অনেক দূরে;
ভেবেছিলাম সারা জীবন থাকব
তোমার নয়নের মনি হয়ে।

হিয়া তুমি চলে গেছো
অনেক দামী বলে,
নাগালে পাইনি তোমায়
কড়ি নেই বলে;
হিয়া তুমি চলে গেছো
অনেক দামী বলে।

যখনই শুনি তুমি গেছো
আমায় ছেড়ে অন্যের কাছে
হৃদয় ভেঙে গেছে চৌচির হয়ে।

সুখের হলি খেলে
ভালোবাসার ফুল ফুটিয়ে
সেই ফুল ঝরিয়ে তুমি
চলে গেছো অনেক দূরে।

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস