ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালোবাসা দিবসে সঙ্গীকে খুশি করার গোপন টিপস


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৯, ০৯:৩৩ এএম
ভালোবাসা দিবসে সঙ্গীকে খুশি করার গোপন টিপস

নিউজ ডেস্ক: সাত দোযখে যেতে রাজি/ তুমি যদি ধর বাজি/ তোমায় ছাড়া চাইনা আমি/ আট বেহেস্তের সুখ/ চাইনা হারাতে তোমায়/ শূন্য করে বুক। প্রেমিক যুগলের এমন সুর প্রেমকে টেনে নেয় মনের গহিনে। আর ভালোবাসা দিবস এলেই যেন মনে লাগে অন্য এক দোলা।

প্রিয় মানুষের সঙ্গে বিশেষ এই দিনটিকে একটু আলাদা করে কাটাতে চান সবাই। এদিনে পরিবার, বন্ধু-বান্ধব কিংবা কাছের প্রিয় মানুষকে নিয়েই কমবেশি সবাই একটু ভিন্নভাবে ভাবতে ভলোবাসেন।

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। আর এ দিবসটিকে সুন্দর করতে কিছু উপায় বেছে নেওয়া যেতে পারে।

১. ভিন্ন রকম উপহার:

একটি লটারির টিকিট কিনুন এবং টিকিটের সঙ্গে জুড়ে দিন একটি নোট এরপর সেটা ভালোবাসার মানুষটিকে উপহার দিন। লিখতে পারেন ‘তোমাকে যেদিন থেকে পেয়েছি সেদিনই আমি সব লটারি জিতে ফেলেছি’।

২. নতুন করে প্রপোজ করুন:

যত পুরোনোই হোক না কেনো আপনাদের সম্পর্ক অন্তত আজকের দিনে প্রপোজ করার সুযোগটা একেবারেই হাতছাড়া করবেন না। যখন যেখানে যেভাবেই হোক সুযোগ পেলেই অবশ্যই প্রপোজ করবেন। এতে আপনাদের সম্পর্কের গভীরতা আরো বৃদ্ধি পাবে।

৩. একান্তে সময় কাটান:

ভালোবাসার দিনে সারাদিনব্যাপী দেখে আসতে পারেন কিছু রোমান্টিক সিনেমা। এতে আপনার প্রিয়জনও সারাদিন আপনার সঙ্গে থাকলো। বিশেষজ্ঞরা বলেন, কথা বলার সময় চোখের দিকে হাতে হাত রেখে নরম সুরে কথা বললে প্রিয় মানুষটি আপনার ঐ কথাগুলি দীর্ঘদিন মনে রাখবে।

৪.গোলাপ ফুল দিন:

ভালোবাসা দিবসের প্রধান আকর্ষণ হলো লাল গোলাপ। তাই সঙ্গীকে আজ লাল গোলাপতো অবশ্যই দেয়া চাই। কিছু ফুল ও চকলেটও দিতে পারেন আপনার সঙ্গীকে। এতেও আপনার বাজেট কমবে।

৫.এফএম রেডিও স্টেশনে রোমান্টিক গান:

এফএম রেডিও স্টেশনে কোনো রোমান্টিক গান আপনার প্রেমিকাকে উৎসর্গ করতে পারেন। তবে আগে জেনে নিন, উনি রেডিও শুনছে কি না।

৬. সার্টিফিকেট তৈরি করুন:

আপনার ভালোবাসার মানুষটির জন্য একটি সার্টিফিকেট তৈরি করতে পারেন। যার বিষয়গুলো হতে পারে- পৃথিবীর সেরা জীবন সঙ্গী, অথবা ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য ইত্যাদি।

তাহলে শুভ কাটুক আপনার ভ্যালেন্টাইন ডে…!

গো নিউজ২৪/এমআর

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস