ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিকেলে পর্দা উঠছে প্রাণের গ্রন্থমেলার 


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০১৯, ০৯:৩৬ এএম আপডেট: ফেব্রুয়ারি ১, ২০১৯, ০৯:৩৭ এএম
বিকেলে পর্দা উঠছে প্রাণের গ্রন্থমেলার 

ঢাকা: বছর ‍ঘুরে আবার এসেছে ভাষার মাস ফেব্রুয়ারি, লেখক-প্রকাশক-পাঠক আর সাহিত্যপ্রেমীদের এক বছরের পেক্ষার পালা শেষ করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা ২০১৯।

ইতোমধ্যে শেষ হয়েছে গ্রন্থমেলার আয়োজনের সকল প্রস্তুতি। মেলার দুই প্রাঙ্গণ বাংলা একাডেমি সেজেছে বর্ণিল রূপে, পাশের সোহরাওয়ার্দী উদ্যানে লেগেছে সাজসজ্জার রোশনাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে দোয়েল চত্বর-সর্বত্রই এখন যেন উৎসবের আবহ।

এমনই উৎসবের আবহে আজ বিকাল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের গ্রন্থমেলায় এক ঘণ্টা সময় বাড়ায় মেলা চলবে রাত ৯টা পর্যন্ত এবং খুলবে দুপুর ৩টায়।

তবে শুক্র ও শনিবার শুরু হবে বেলা ১১টা থেকে। আর ২১শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।

এছাড়াও গ্রন্থমেলায় এবার কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান—মেলার উভয় অংশসহ চারুকলা অনুষদ থেকে পুরো টিএসসি এলাকা হয়ে দোয়েল চত্বর থাকছে সিসি ক্যামেরার আওতায়। র‍্যাবের একটি বিশেষ ক্যাম্প থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে টিএসসি গেট-সংলগ্ন এলাকায়। আরো থাকবে চারটি পর্যবেক্ষণ টাওয়ার। নিরাপত্তার জন্য বরাবরের মতোই পুলিশ, র‍্যাব, আনসারদের পর্যাপ্ত উপস্থিতি থাকবে।

গো নিউজ ২৪/এমআর

 

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস