ঢাকা মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

প্রিয়জনকে জড়িয়ে ধরার উপকারিতা


গো নিউজ২৪ | গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৯:২৪ এএম আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৮:৫৭ পিএম
প্রিয়জনকে জড়িয়ে ধরার উপকারিতা

কাউকে ভালোবেসে জড়িয়ে ধরার রয়েছে অনেক উপকারিতা। এতে যেমন নিরাপদ অনুভূত হয়, একইসঙ্গে বাড়ে বিশ্বাস ও আস্থা। জড়িয়ে ধরলে বৃদ্ধি পায় মানসিক শান্তি; কমে অস্থিরতা।

গবেষণায় দেখা গিয়েছে, আলিঙ্গন এক জনের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সক্ষম। আলিঙ্গনবদ্ধ অবস্থায় অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যার ফলে মস্তিষ্ক শান্ত থাকে।

সমীক্ষা বলছে, ১০ সেকেন্ড বা তার বেশি সময় ধরে আলিঙ্গন করলে মনের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে খুব কাছের কোনও বন্ধু বা প্রিয়জন কেউ জড়িয়ে ধরলে মানসিক প্রশান্তি আসে।

এছাড়াও আলিঙ্গন আরও বিভিন্ন ভাবে সাহায্য করে—

·    আলিঙ্গন দ্রুত মানসিক চাপ কমাতে সাহায্য করে। অফিসের চাপ, সংসারের চাপে সকলেই এখন কমবেশি জর্জরিত।

·    শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।

·   হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতেও আলিঙ্গনের জুড়ি মেলা ভার। গবেষণায় দেখা গিয়েছে, আলিঙ্গন করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হৃদস্পন্দনের হারও নিয়ন্ত্রণে থাকে।

·    বিষণ্ণতা কাটিয়ে উঠতে সাহায্য করে এই অভ্যাস।

·    অনেক সময়ে অজানা কারণেই উদ্বেগ বাড়ে। ভয় কমাতেও সাহায্য করে এই অভ্যাস। মনমেজাজ ভাল রাখতে দারুণ উপকারী।

 

গোনিউজ২৪/ আর এ জে

 

লাইফস্টাইল বিভাগের আরো খবর
সহবাসের দোয়া ও ১৭টি পারফেক্ট নিয়ম

সহবাসের দোয়া ও ১৭টি পারফেক্ট নিয়ম

কর্মক্ষেত্রে যেসব আলোচনা কখনোই করবেন না।

কর্মক্ষেত্রে যেসব আলোচনা কখনোই করবেন না।

ঘরকে মশামুক্ত রাখতে অবাক করা পদ্ধতি!

ঘরকে মশামুক্ত রাখতে অবাক করা পদ্ধতি!

গুগল ম্যাপের কিছু অজানা বিষয়! যা জানলে জীবন হয়ে যাবে আরো সহজ

গুগল ম্যাপের কিছু অজানা বিষয়! যা জানলে জীবন হয়ে যাবে আরো সহজ

ফ্যানের গতি কমে যাচ্ছে? এই ৪টি কাজ করে ফেলুন ঝটপট...

ফ্যানের গতি কমে যাচ্ছে? এই ৪টি কাজ করে ফেলুন ঝটপট...

রাতে যে খাবারগুলি এড়িয়ে চলবেন

রাতে যে খাবারগুলি এড়িয়ে চলবেন