ঢাকা শনিবার, ০৩ জুন, ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০

ঘরকে মশামুক্ত রাখতে অবাক করা পদ্ধতি!


গো নিউজ২৪ | গোনিউজ২৪ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০২:৩৩ পিএম আপডেট: মার্চ ১৫, ২০২৩, ০৮:৩৩ এএম
ঘরকে মশামুক্ত রাখতে অবাক করা পদ্ধতি!

আমাদের ঘর-বাড়িতে অনেক সময় মশার উপদ্রব এতো পরিমাণ বেড়ে যায় যে অতিষ্ঠ করে ফেলে । সেক্ষেত্রে আমরা মশা তাড়ানোর জন্য বিভিন্ন কয়েল বা  ইলেকট্রিক যন্ত্র এর ব্যবহার করে থাকি ।কিন্তু ইলেকট্রিক কয়েল মশা মা-রা ধুপ থেকে যে সমস্ত গ্যাস নির্গত হয় সেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে য-থেষ্ট ক্ষ-তিকর । তাই অনেকে সেগুলি ব্যবহার করতে চায় না । এ পাশাপাশি মশার ডেকে আনে ডে-ঙ্গু এর মত রোগ ।

তাহলে উপায় কি সেই উপায় বলবো আজকের প্রতিবেদনে। জৈবগত প্রক্রিয়া দিয়ে অনেকে মশা তাড়া-নোর এই উপায়টি জানেন না । এই উপায়টি তৈরি করতে আপনাকে বাজারে ২০ টাকা খরচা করতে হবে ।তাহলেই তৈরি হয়ে যাবে এবং এটি চলবে প্রায় এক মাসের মত । আসুন দেখে নিই কিভাবে তৈরি করব এই উপাদানটি । আগে থেকেই বলে রাখি এর

সা-ইড ইফেক্ট নেই অর্থাৎ শরীরের কোন ক্ষ-তি করে না ।তাই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা মশা মারার জন্য যে সমস্ত কয়েল বা ইলেকট্রিক কয়েল ব্যবহার করি সেগুলো ক্ষ-তিকর আমাদের স্বাস্থ্যের প-ক্ষে ।

এক গবেষণায় জানানো হচ্ছে যে যদি ৮ ঘন্টা আপনি কোন কয়েল জ্বালিয়ে রাখেন তাহলে সেটি ১৪০ টি সিগারেটের ধোঁ-য়া উৎপন্ন করে যেটি সরাসরি আপনার মধ্যে শো-ষিত হয় ।।যা আপনার হা-র্ট ফুস-ফুস কে এবং শ্বাসনালীর ক্ষতি করতে থাকে । তাই জৈবিক প্রক্রিয়া তে এক বছর টানা মশামু-ক্ত ঘরে রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করুন।

প্রথমে আপনাকে একটি মাটির প্রদীপ নিয়ে নিতে হবে এবং তার মধ্যেদিতে হবে এক চামচ রসুন বাটা । এবং তার মধ্যে যোগ করতে হবে কিছুটা পরিমাণ তেজ-পাতা গুঁড়ো এবং সামান্য পরিমাণ কর্পূর গুঁড়ো। সমস্ত উপকরণ গু-লি কে ভাল করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিন সরষের তেল ।

অর্থাৎ সমস্ত উপকরণ গুলি যাতে সরষের তেলের মধ্যে নিম-জ্জিত অবস্থায় থাকে । এরপর একটি সলতে যোগ করে দিন তার মধ্যে এবং প্রদীপটি ধরিয়ে দিন। এর ফলে যে ধোঁয়া নির্গত হবে সেখান থেকে আপনার বাড়ির আনাচে-কানাচে থাকা মশা বাড়ির বাইরে চলে যাবে । এতে আপনার শরীরও কিছু ক্ষ-তি হবে না।ঘর মশামুক্ত রাখতে খরচ করুন মাত্র ৫ টাকা।

গোনিউজ২৪/আর এ জে

লাইফস্টাইল বিভাগের আরো খবর
উৎসবমুখর পরিবেশে শেষ হলো পপ অব কালারের ‘শেফস বিয়ন্ড সিজন থ্রি’

উৎসবমুখর পরিবেশে শেষ হলো পপ অব কালারের ‘শেফস বিয়ন্ড সিজন থ্রি’

‘পপ অফ কালার’ আয়োজন করতে যাচ্ছে শেফস বিয়ন্ড সিজন থ্রি

‘পপ অফ কালার’ আয়োজন করতে যাচ্ছে শেফস বিয়ন্ড সিজন থ্রি

কিভাবে বুঝবেন মেকআপ ব্যবহারে ব্রণ হচ্ছে কি না

কিভাবে বুঝবেন মেকআপ ব্যবহারে ব্রণ হচ্ছে কি না

দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে যা  জরুরি

দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে যা জরুরি

ভাত না রুটি, পুষ্টিগুণে কোনটা বেশি উপকারী  জেনে নিন

ভাত না রুটি, পুষ্টিগুণে কোনটা বেশি উপকারী জেনে নিন

সম্পর্ক বিচ্ছেদের দিকে এগোচ্ছে কি না বুঝবেন যে লক্ষণে

সম্পর্ক বিচ্ছেদের দিকে এগোচ্ছে কি না বুঝবেন যে লক্ষণে