ঢাকা মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

ত্বকে পেট্রোলিয়াম জেলি দেওয়ারও কিছু নিয়ম রয়েছে


গো নিউজ২৪ | গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৯:২৯ পিএম
ত্বকে পেট্রোলিয়াম জেলি দেওয়ারও কিছু নিয়ম রয়েছে

শীত থাকবে আরও বেশ কিছু দিন,বিশেষ করে গ্রামঞ্চলে।শীতের সাথে সাথে ত্বকের শুষ্কতাও থাকবে। শীতের এই শেষ সময়ে ত্বকের আর্দ্রতাও থাকা চাই যথাযথ। অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য ভারী ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি আদর্শ। অনেকে এই উপকরণ পুরো শরীরেই ব্যবহার করে থাকেন। এভাবে ব্যবহার করলে কতটা উপকার পাওয়া যাবে নাকি দরকার আরও কিছু সতর্কতা? আবার ত্বক অনুযায়ীও এর ব্যবহারে কি থাকবে ভিন্ন নিয়ম। জেনে রাখুন বিশেষজ্ঞদের মতামত।

পেট্রোলিয়াম জেলি সরাসরি সারা শরীরের ত্বকে ব্যবহার করা ভালো না। কেননা, এটি বেশ আঠালো। ত্বকের ওপরও সরাসরি ব্যবহার করা উচিত না। নারকেল তেল, বডি অয়েল বা জলপাই তেল যুক্ত করে পাতলা করে নিলে ভালো। এরপর শরীরের ত্বকে ব্যবহার করলে ত্বক আরও পরিপুষ্ট হবে, জানালেন রূপবিশেষজ্ঞ শারমিন কচি।

যেহেতু শীতকালে ত্বক শুষ্ক থাকে, পেট্রোলিয়াম জেলির ব্যবহার ত্বকের শুষ্কতা দূর করে। এ সম্পর্কে শারমিন কচি বলেন, তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অনেকটা মাস্কের মতো করে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলতে হবে। তৈলাক্ত ত্বকে নির্দিষ্ট সময়ের জন্য ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যায়। মুখের ত্বকে ভ্যাসলিন ব্যবহারের আগে অবশ্যই এর সঙ্গে গ্লিসারিন বা গোলাপজল ব্যবহার করে মিশ্রণটিকে পাতলা করে নিতে হবে। শুষ্ক ত্বক, তৈলাক্ত ত্বক উভয় ক্ষেত্রেই এই পন্থা প্রযোজ্য।

ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহারের সঠিক সময় রাতের বেলা। দিনের বেলা এটি ব্যবহার করে বাইরে বের হওয়া উচিত না। এখানে সূর্যের আলো থেকে রক্ষা পাওয়ার মতো কোনো উপাদান থাকে না। ঠোঁট, কনুই, হাঁটু, পায়ের পাতা ইত্যাদি যে স্থানগুলো ফেটে যাওয়ার আশঙ্কা থাকে, সেখানে রাতে পুরো করে লাগিয়ে রাখুন। উপকার পাবেন।

 

 

আর এ জে

লাইফস্টাইল বিভাগের আরো খবর
সহবাসের দোয়া ও ১৭টি পারফেক্ট নিয়ম

সহবাসের দোয়া ও ১৭টি পারফেক্ট নিয়ম

কর্মক্ষেত্রে যেসব আলোচনা কখনোই করবেন না।

কর্মক্ষেত্রে যেসব আলোচনা কখনোই করবেন না।

ঘরকে মশামুক্ত রাখতে অবাক করা পদ্ধতি!

ঘরকে মশামুক্ত রাখতে অবাক করা পদ্ধতি!

গুগল ম্যাপের কিছু অজানা বিষয়! যা জানলে জীবন হয়ে যাবে আরো সহজ

গুগল ম্যাপের কিছু অজানা বিষয়! যা জানলে জীবন হয়ে যাবে আরো সহজ

ফ্যানের গতি কমে যাচ্ছে? এই ৪টি কাজ করে ফেলুন ঝটপট...

ফ্যানের গতি কমে যাচ্ছে? এই ৪টি কাজ করে ফেলুন ঝটপট...

রাতে যে খাবারগুলি এড়িয়ে চলবেন

রাতে যে খাবারগুলি এড়িয়ে চলবেন