ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাজা হলে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা পাবেন খালেদা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০১৮, ০১:১১ পিএম আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০১৮, ০৭:১১ এএম
সাজা হলে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা পাবেন খালেদা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এক বছরের বেশি সাজা হলে কারাগারে যেতে হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তবে দুই বছরের নিচে থাকলে নির্বাচনে অযোগ্য হবেন না। আইন বিশেষজ্ঞরা এমন মত দিয়ে বললেন, সাজা যাই হোক, কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা পাবেন সাবেক এ প্রধানমন্ত্রী।

অভিযোগ গঠন থেকে দীর্ঘ শুনানি আর যুক্তিতর্কের মধ্য দিয়ে বিচার শেষ হয়েছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। চলছে, রায় ঘোষণার ক্ষণ গণনা। সময় ঘনিয়ে আসায়, মানুষের মনে ঘুরপাক খাচ্ছে, নানা প্রশ্ন। খালাস নাকি সাজা, কী হবে বেগম জিয়ার? সাজা হলে অংশ নিতে পারবেন কি আগামী নির্বাচনে?

মামলার রায় ঘোষণা করবেন পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালত-৫’র বিচারক ডক্টর আখতারুজ্জামান। বেগম জিয়াকে এক বছর পর্যন্ত সাজা দিলে, ফৌজদারী কার্যবিধির ৪২৬ ধারা অনুযায়ী সে বিচারকই উচ্চ আদালতে আপিল আবেদন করার সময় পর্যন্ত জামিন দিতে পারবেন। তবে এক বছরের বেশি সাজায় কারাগারে যেতেই হবে বিএনপি চেয়ারপারসনকে। আর সে ক্ষেত্রে উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার আগ পর্যন্ত থাকতে হবে জেলেই।

কারাগারে যদি বেগম জিয়াকে নেয়া হয়, তাহলে তিনি সেখানে কোন অবস্থায় থাকবেন? কিংবা তাকে জেলে রাখা হবে নাকি সাব-জেলে? কারাবিধি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণী অর্থাৎ ডিভিশনের মর্যাদা ভোগ করবেন। সরকার চাইলে কোনো স্থাপনাকে সাব-জেল ঘোষণা করে সেখানেও রাখতে পারেন তাকে। তবে বেগম জিয়ার বাসভবন অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তিকে সাব-জেল ঘোষণা করার নজির নেই বলে জানালেন বিষেশজ্ঞরা।

গো নিউজ২৪/এমআর

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড