ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আ.লীগ নেতা তারেক হত্যা: ৪ জনের যাবজ্জীবন


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৭, ০১:০৩ পিএম আপডেট: অক্টোবর ১২, ২০১৭, ০৭:০৩ এএম
আ.লীগ নেতা তারেক হত্যা: ৪ জনের যাবজ্জীবন

পাবনা: পাবনার চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা তারেক হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২ জনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাবনার স্পেশাল জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ রায় দেন।  সাজাপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক রয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বকশীপুর গ্রামের আব্দুল হামিদ খাঁর ছেলে আতিক (৩৮), গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের তাহের আমিনের ছেলে মকবুল (৫৫), জোতগরি জালালপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আসলাম (৩৭) ও মনোহরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে তুরি কানা (৫৫)।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার আহমেদ রকিব জানান, ২০০৫ সালে সদর উপজেলার জালালপুর বাজারে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ নেতা তারেক আলীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে চরমপন্থী সন্ত্রাসীরা। হত্যার পর তার ভাই হারুন খাঁ বাদী হয়ে সদর থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার পাবনার স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক লিয়াকত আলী মোল্লা এজাহারভুক্ত ৪ জনকে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া দুইজনকে বেকসুর খালাস দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খন্দকার আহমেদ রকিব ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সনৎ কুমার রায়।

গোনিউজ২৪/এমবি
 

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড