ঢাকা বৃহস্পতিবার, ০১ জুন, ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

রায়ে সন্তুষ্ট তবে দ্রুত কার্যকর চান সিনহার বোন


গো নিউজ২৪ | আইন আদালত প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ১১:৩৯ পিএম
রায়ে সন্তুষ্ট তবে দ্রুত কার্যকর চান সিনহার বোন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের বোন ও মামলাটির বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, এই রায়ে সন্তুষ্ট। তবে পুরোপুরি নয়। রায় দ্রুত কার্যকর দেখতে চাই আমরা। কার্যকর হলেই আমরা পুরো সুন্তুষ্ট হব।

আলোচিত এ হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ (৪৮) ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক মো. লিয়াকত আলীকে (৩১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সিনহাকে হত্যায় সহযোগিতা এবং ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে তিন পুলিশ সদস্য এবং পুলিশের তিন সোর্সকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

তারা হলেন, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত (৩০), ওসি প্রদীপের দেহরক্ষী রুবেল শর্মা (৩০), কনস্টেবল সাগর দেব, স্থানীয় বাসিন্দা বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন (২২), মো. নিজাম উদ্দিন (৪৫) ও মোহাম্মদ আইয়াজ (৪৫)।

তবে মামলার ১৫ আসামির মধ্যে বাকি চার পুলিশ সদস্য এবং তিন এপিবিএন সদস্যকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তারা হলেন, পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. লিটন মিয়া (৩০), কনস্টেবল ছাফানুর করিম (২৫), মো. কামাল হোসাইন আজাদ (২৭), মো. আব্দুল্লাহ আল মামুন, এপিবিএনের এসআই মো. শাহজাহান আলী (৪৭), কনস্টেবল মো. রাজীব হোসেন (২৩) ও আবদুল্লাহ আল মাহমুদ (২০)।

আইন-আদালত বিভাগের আরো খবর
মুফতি হারুন ইজাহারের মুক্তিতে বাধা নেই

মুফতি হারুন ইজাহারের মুক্তিতে বাধা নেই

সুখবর পেলেন মামুনুল হক

সুখবর পেলেন মামুনুল হক

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে, আপিল খারিজ

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে, আপিল খারিজ

দুর্নীতিবাজদের সঙ্গে ছেলেমেয়ে বিয়ে দেবেন না, দাওয়া দিলেও যাবেন না: আদালত

দুর্নীতিবাজদের সঙ্গে ছেলেমেয়ে বিয়ে দেবেন না, দাওয়া দিলেও যাবেন না: আদালত

বনজ কুমারের মামলায় ইলিয়াস-বাবুল আক্তারের বিরুদ্ধে চার্জশিট

বনজ কুমারের মামলায় ইলিয়াস-বাবুল আক্তারের বিরুদ্ধে চার্জশিট

মামুনুল হকের নতুন খবর

মামুনুল হকের নতুন খবর