ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডাক অধিদপ্তরে বিভিন্ন পদে ২৬৯ নিয়োগ হবে


গো নিউজ২৪ | জবস প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ১০:৪০ এএম
ডাক অধিদপ্তরে বিভিন্ন পদে ২৬৯ নিয়োগ হবে

ডাক অধিদপ্তরের অধীনে সারা দেশে ৩০টি পদে ২৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে এসব পদে ১৩ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। 

ডাক অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের জন্য ফি দিতে হবে পদভেদে ৫৬-১১২ টাকা। আবেদন শেষ হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।

ডাক অধিদপ্তরের নিয়োগ কমিটির সদস্যসচিব আলতাফুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের বেশ কিছু পদ শূন্য। করোনার কারণে অনেকের চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে। তা ছাড়া মুজিব বর্ষে বেকারত্ব ঘোচানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এসব কারণেই আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কাজ কিছুটা এগিয়ে রাখলাম। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরীক্ষার সময়সূচির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আলতাফুর রহমান বলেন, ৩০টি পদের প্রতিটিতেই ৭০ নম্বরের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষা হবে। এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। পরীক্ষায় উত্তীর্ণদের পদভেদে ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা অথবা ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে সেগুলো হচ্ছে—জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট (আটজন), ইন্সপেক্টর অব পোস্ট অফিস (৯১), স্ট্রিপার কাম রিটাচার (১), সহকারী (৪), সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (৬), উপজেলা পোস্ট মাস্টার (৯৬), কম্পিউটার অপারেটর (১), মনোটাইপ কিবোর্ড অপারেটর (১), উচ্চমান সহকারী (৩), সাঁট মুদ্রাক্ষরিক কাম (৮), ক্যাশিয়ার (১), মেশিনম্যান (১), অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট (৪), ড্রাফটম্যান (১), ড্রাইভার (৪), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (৫), মেশিনিস্ট (১), ডাটা এন্ট্রি অপারেটর (৪), পোস্টার অপারেটর (১), গ্রেনিং মেশিনম্যান (১), সহকারী মেশিনম্যান (১), বাইন্ডার হেলপার (১), ইনকম্যান (২), প্যাকার (২), পোর্টার (১), অফিস সহায়ক (১৬), নিরাপত্তা প্রহরী (১), পরিচ্ছন্নতা কর্মী-সুইপার (২), পরিচ্ছন্ন কর্মী-ক্লিনার (১)।

আবেদনের বয়স
প্রার্থীর বয়স চলতি বছরের ১১ আগস্টে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহীরা (http://dgbpo.teletalk.com.bd) এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন। পদভেদে আবেদনের যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে ওয়েব সাইটে ভিজিট করতে হবে।
 

জবস বিভাগের আরো খবর
স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৭৪৫৭৪ টি পদ খালি, প্রাথমিকে ৪৪ হাজার ৭৯০টি

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৭৪৫৭৪ টি পদ খালি, প্রাথমিকে ৪৪ হাজার ৭৯০টি

সৈনিক পদে সেনাবাহিনীতে চাকরি, এসএমসের মাধ্যমে আবেদনের সুযোগ

সৈনিক পদে সেনাবাহিনীতে চাকরি, এসএমসের মাধ্যমে আবেদনের সুযোগ

সরকারিভাবে রাশিয়ায় যাওয়ার সুযোগ, ওভাইরটাইম ছাড়াই বেতন সর্বোচ্চ ৬৪ হাজার

সরকারিভাবে রাশিয়ায় যাওয়ার সুযোগ, ওভাইরটাইম ছাড়াই বেতন সর্বোচ্চ ৬৪ হাজার

ডাচ-বাংলা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

ডাচ-বাংলা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

অভিজ্ঞতা ছাড়াই ডাচ্-বাংলা ব্যাংকে চাকরির সুযোগ,বেতন শুরুতেই ৭০ হাজার

অভিজ্ঞতা ছাড়াই ডাচ্-বাংলা ব্যাংকে চাকরির সুযোগ,বেতন শুরুতেই ৭০ হাজার

আবুল খায়ের গ্রুপে ট্রেইনি অফিসার পদে চাকরির সুযোগ

আবুল খায়ের গ্রুপে ট্রেইনি অফিসার পদে চাকরির সুযোগ