ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রমজানে মক্কার এমন ছবি কেউ দেখেনি আগে


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২০, ০১:২৭ পিএম আপডেট: এপ্রিল ২৮, ২০২০, ০৭:২৭ এএম
রমজানে মক্কার এমন ছবি কেউ দেখেনি আগে

ইসলাম ধর্মাবলম্বিদের কাছে পবিত্রতম শহর মক্কা। প্রতিবছর হজের কেন্দ্রবিন্দু থাকে এ শহর। বিশ্বের লাখো মুসল্লি হাজির হন সেখানে। এখন রমজান মাস। আর মাস তিনেক পরেই হজ। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপে হজ শঙ্কায় আগে থেকেই। রমজানেও একেবারে অচেনা চেহারায় মক্কা শরিফ।

মক্কার সবচেয়ে বড় গ্র্যান্ড মসজিদ ঘিরে প্রতিবছর রমজানে থাকে উৎসবের আমেজ। সৌদি বাদশার কঠোর নিষেধজ্ঞায় সেই মসজিদেও সীমিত করা হয়েছে তারাবিসহ সব ওয়াক্তের নামাজ। যদিও কিছুটা শিথিল করা হয়েছে রমজান উপলক্ষে। তবু রমজানে শেষ কবে এমন চেহারা মক্কা গ্র্যান্ড মসজিদে দেখা গেছে ঠিক নেই।

জামাআত নিষিদ্ধ করেছে। দেশটির লোকদের জন্য ওমরা-জেয়ারতও নিষিদ্ধ করা হয়। মসজিদে হারাম ও মসজিদে নববিতে নামাজের জামাআত চালু রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের জামাআতে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি আরব ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে দেশটির সব মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে স্বল্প পরিসরে নামাজ ও জামাআত জারি রয়েছে।

সৌদি আরব কর্তৃপক্ষ এ দুই পবিত্র মসজিদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। এরই মধ্যে মক্কা-মদিনায় স্বল্প পরিসরে নামাজের জামাআত আদায় করা হয়। এতে অল্প কয়েকজন মুসল্লি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য আর বেশিসংখ্যক পরিচ্ছন্নতাকর্মীরাই অংশগ্রহণ করছেন। এ দুই পবিত্র মসজিদের খাদেম ও পরিচ্ছন্নতাকর্মীরাই জামাআতের মূল প্রাণ হয়ে দাঁড়িয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মন্তব্য করেছেন, ‘তারা আল্লাহর ঘরের খেদমত করে- এজন্য আল্লাহ তাদের এভাবে সম্মানিত করলেন। ইমামের পেছনে শুধু পরিচ্ছন্নতা কর্মীরাই নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ! ( আল্লাহ মহা পবিত্র) মানুষের মধ্য থেকে এরাই তাঁর পছন্দের বান্দা।

গোনিউজ২৪/এন
 

ইসলাম বিভাগের আরো খবর
তাবলিগের বিরোধটা আসলে কোথায়

তাবলিগের বিরোধটা আসলে কোথায়

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

পবিত্র আশুরা ২৯ জুলাই

পবিত্র আশুরা ২৯ জুলাই

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান