ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নামাজের মধ্যে অজু ভেঙ্গে গেলে করনীয় কী?


গো নিউজ২৪ | ইসলাম ডেস্ক: প্রকাশিত: মে ১৮, ২০১৯, ১২:৩৭ পিএম
নামাজের মধ্যে অজু ভেঙ্গে গেলে করনীয় কী?

ইসলাম ডেস্ক: নামাজ আদায়ের সময় অজু ছুটে গেলে, নামাজ ছেড়ে দিয়ে আবার অজু করতে হবে কি না, সে বিষয়ে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা’য় জানতে চেয়েছেন বাশার।

এই প্রশ্নের উত্তরে বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ বলেন, অজু চলে গেলে আপনি নামাজ থেকে বেরিয়ে গিয়ে আবার অজু করে তারপর সালাতে আংশ গ্রহণ করবেন। যেখান থেকে শেষ করেছেন, সেখান থেকে ধরবেন।

তিনি আরো পরিস্কার ভাবে বলেছেন যেমন, এক রাকাত কেউ পূর্ণ করেছেন এবং দ্বিতীয় রাকাতে তাঁর অজু নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে তিনি চলে গেছেন অজু করার জন্য। এসে দেখেন ইমাম সাহেব চতুর্থ রাকাত শুরু করেছেন, তাহলে তিনি দ্বিতীয় ও তৃতীয় রাকাত পাননি। এ ক্ষেত্রে তিনি  দ্বিতীয় ও তৃতীয় রাকাত পূর্ণ করে নেবেন। তিনি এসে চতুর্থ রাকাত পেলেন, কিন্তু এটা তার জন্য দ্বিতীয় রাকাত হবে। এরপর তিনি তৃতীয় ও চতুর্থ রাকাত নিজে পড়ে নেবেন।

গো নিউজ২৪/এমআর

ইসলাম বিভাগের আরো খবর
তাবলিগের বিরোধটা আসলে কোথায়

তাবলিগের বিরোধটা আসলে কোথায়

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

পবিত্র আশুরা ২৯ জুলাই

পবিত্র আশুরা ২৯ জুলাই

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান