ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মোবাইলে বিয়ে বৈধ? কি বলছে ইসলাম


গো নিউজ২৪ | ইসলাম ডেস্ক: প্রকাশিত: মার্চ ১৫, ২০১৯, ১০:১০ এএম
মোবাইলে বিয়ে বৈধ? কি বলছে ইসলাম

ইসলাম: আধুনিক যুগে মোবাইলফোন ব্যাপক উপকারী একটি যুগান্তকারী আবিষ্কার। এখন সব শ্রেণীর মানুষ মুঠোফোন নির্ভর হয়ে পড়েছে। বর্তমান সমাজে বিশেষ করে প্রবাসীদের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করার প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে।

এ ক্ষেত্রে সাধারণত বিবাহ সহীহ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো একই মজলিসে সাক্ষীদের সম্মুখে উভয় পক্ষ কিংবা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ইজাব-কবুল হওয়া। আর মোবাইল বা ফোনে বিবাহে এ শর্ত পাওয়া যায় না। তাই বিবাহ সহীহ হয় না।

তবে প্রবাসে অবস্থানরত ব্যক্তি বিবাহ করতে চাইলে তার পদ্ধতি হল, ছেলে এ দেশে তার পক্ষে বিবাহ সম্পন্ন করার জন্য একজন অকিল তথা প্রতিনিধিনিযুক্ত করা।

ওই অকিল বিবাহের মজলিসে উপস্থিত হয়ে সাক্ষীদের সম্মুখে প্রবাসীর পক্ষ থেকে ইজাব বা কবুলের মাধ্যমে বিবাহকার্য সম্পন্ন করবে। তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে। এছাড়া সরাসরি মোবাইলে বা টেলিফোনে প্রস্তাব ও কবুল করার দ্বারা বিবাহ সহীহ হবে না।

গো নিউজ২৪/এমআর  

ইসলাম বিভাগের আরো খবর
তাবলিগের বিরোধটা আসলে কোথায়

তাবলিগের বিরোধটা আসলে কোথায়

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

পবিত্র আশুরা ২৯ জুলাই

পবিত্র আশুরা ২৯ জুলাই

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান