ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুম্মার দিনের ফজিলত ও গুরুত্ব গুলো জেনে নিন


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৮, ০৩:৫৭ পিএম আপডেট: অক্টোবর ২৬, ২০১৮, ০৯:৫৭ এএম
জুম্মার দিনের ফজিলত ও গুরুত্ব গুলো জেনে নিন

শুক্রবার মুসলিম উম্মাহ জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। পৃথিবীর ইতিহাসে তাৎপর্যবহ দিবসও। ইসলামের ইতিহাসে শুক্রবারে ঘটেছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। পবিত্র আশুরা, কারবালার প্রান্তে যুদ্ধ, হয়রত ঈশ (আ:) পৃথিবী থেকে তুলে নেওয়াসহ অগণিত ঘটনা ঘটেছে জুম্মার দিনে।

হয়রত আদম (আঃ) ও হাওয়া (আঃ) আগমন এই শুক্রবারে। পবিত্র কোরআনে পৃথিবী ধংসের ইঙ্গিত রয়েছে। মহান রাব্বুল আয়ালামিন পবিত্র কুরআনে জুম্মা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআনে জুম্মার নামাজ সর্ম্পেকে বলা হয়েছে, তোমার যখন জুম্মার সালাতের আযান শুনবে তখন সমস্ত কাজ বাদ দিয়ে মসজিদের দিকে ধাবিত হও। এটাই তোমাদের জন্য কল্যাণ কর।

মহান আল্লাহ পবিত্র কোরআনে জুম্মা সর্ম্পেকে আরো বলেছেন, অতঃপর নামায শেষ হলে জমিনে ছড়িয়ে পড় এবং আল্লাহর রহমত সন্ধান কর এবং তোমার প্রভুকে আরো বেশি স্মরণ কর, যাতে তোমরা অনুগ্রহ পেতে পারো। সূরা জুমুআ, আয়াত : ১০

জুম্মা সর্ম্পেকে রাসূলে করিম (সঃ) অসংখ্য হাদিস বর্ণণা করেছেন। যা অন্য কোন দিন বা বার সর্ম্পকে তিনি করেন নি।

আবূ হুরাইরা (রা:) বর্ণণা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল দিনের মধ্যো সর্বোত্তম দিন হলো জুম্মার দিন। এই দিনে আমাদের আদি পিতা আদম(আঃ)কে সৃষ্টি করা হয়েছে, তাকে বেহেস্তে দান করা হয়েছে এবং এই দিনেই তাঁকে সেখান থেকে বের করা হয়েছে।(সহিহ মুসলিম : ১৪১০)

বিভিন্ন হাদিসে বলা হয়েছে, জুম্মার দিনের মতো ফজিলতপূর্ণ দিন আর কোন জাতিকে দেওয়া হয়নি।এই জুম্মার দিনে কিয়ামত সংঘটিত হবে।

ইহুদিরা জুম্মার পরের দিন শনিবার উৎসব পালন করে আর খ্রিস্টানেরা করে তার পরের দিন রবিবার। (সহিহ মুসলিম : ৮৫৬)

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিনে পবিত্র হয়ে মসজিদে প্রথম দিকে প্রবেশ করে আল্লাহ তাকে উট কুরবানির ষওয়াব দান করেন।

জম্মার নামাজের আগে ইমামের খুৎবার দেওয়ার তাগিদ রয়েছে, এটি সুন্নত। মুসল্লিদের জন্য খুৎবা শোনা ওয়াজিব।

গোনিউজ২৪/এমএএস

ইসলাম বিভাগের আরো খবর
তাবলিগের বিরোধটা আসলে কোথায়

তাবলিগের বিরোধটা আসলে কোথায়

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

পবিত্র আশুরা ২৯ জুলাই

পবিত্র আশুরা ২৯ জুলাই

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান