ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠোঁটে লিপিস্টিক, চুলে কালার ও নেলপলিশ দিয়ে নামাজ হবে?


গো নিউজ২৪ | ইসলাম ডেস্ক: প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৮, ১২:০৫ পিএম
ঠোঁটে লিপিস্টিক, চুলে কালার ও নেলপলিশ দিয়ে নামাজ হবে?

ইসলাম: মহান আল্লাহ্ সৌন্দর্যকে পছন্দ করেন। মানব সমাজে এ পরম আকর্ষণের প্রতি ইসলাম বিধি-নিষেধ আরোপ করে সৌন্দর্য চর্চার একটি মাপকাঠি রচনা করে দেয় যাতে ভারসাম্যপূর্ণভাবে তার চর্চা হয় ও অশ্লীলতার কারণ না হয়ে যায়।

এক্ষেতে মেয়েরা ঠেঁটে লিপিস্টিক ও চুলে কালার করে নামাজ আদায় করতে পারবে কীনা? নেলপালিশের ব্যবহার নিয়ে ইসলাম কী বলে? এসব বিষয়ে উত্তর দিয়েছেন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহ হিল বাকী।

প্রশ্ন. মেয়েদের হাতের নখে নেলপলিশ ও ঠোঁটে লিপস্টিক দেয়া ইসলামী দৃষ্টিকোণ থেকে ঠিক কিনা?

উত্তর: নখে নেলপালিশ দিয়ে অজু করলে নখে পানি ঢোকে না। এর ফলে অজু ও নামাজ কোনোটাই হবে না।

এছাড়া লিপস্টিক খুব সফট তাই এটি দেয়া থাকলে পানি ঢুকবে। আর তাই ঠোঁটে লিপস্টিক দেয়া থাকলে অজু ও নামাজ হবে।

প্রশ্ন. মেয়েরা চুলে কালার করে নামাজ আদায় করলে সে নামাজ কবুল হবে?

উত্তর: না, এতে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে চুলে কোনো আবরণ তৈরি হয় না এবং চুলে সরাসরি পানি পৌঁছে যায়।

গো নিউজ২৪/এমআর

ইসলাম বিভাগের আরো খবর
তাবলিগের বিরোধটা আসলে কোথায়

তাবলিগের বিরোধটা আসলে কোথায়

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

পবিত্র আশুরা ২৯ জুলাই

পবিত্র আশুরা ২৯ জুলাই

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান