ঢাকা বুধবার, ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

রোজা না রাখার কুফল


গো নিউজ২৪ | ইসলাম ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০১৮, ১১:১৬ এএম
রোজা না রাখার কুফল

অপার মহিমার মাস রমজান। আত্মশুদ্ধি-আত্মগঠনের এ মাসে মহান আল্লাহ তায়ালা রোজার মর্যাদা জানান দিয়ে ঘোষণা করছেন,হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। (আল-কুরআন)।

হযরত ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-ইসলাম ৫টি খুঁটির উপর দণ্ডায়মান-(১) এ কথা সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ তা‘আলা ছাড়া কোনো উপাস্য নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল, (২) নামাজ কায়েম করা, (৩) যাকাত প্রদান করা, (৪) হজ্জ পালন করা ও (৫) রমজানে রোজা আদায় করা (বুখারী ও মুসলিম)।

উপরিউক্ত কুরআনের ভাষ্য ও হাদিসে রাসুলের বর্ণনা থেকে এ কথা আমরা অবগত হলাম যে, রোজা হলো মুসলমান-ঈমানদারের জন্য একটি ফরজ বা অত্যাবশ্যকীয় কর্ম। পবিত্র কুরআন ও হাদিস শরীফে রোজা পালন, নিয়ম-কানুন, ফজিলত ও না রাখার কুফল সম্পর্কে বিস্তারিত আলোচিত হয়েছে।

হযরত আবু উমামা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,একদিন আমি স্বপ্নে দেখলাম যে, একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে। তাদের গলা ফাড়া এবং তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞেস করলাম এ সকল লোক কারা? বলা হল, এরা ঐসব ব্যক্তি যারা বিনা কারণে রমজান মাসের রোজা ভঙ্গ করেছিল তথা রোজা রাখেনি (সহীহ ইবনে খুযাইমাহ)।

অপরদিকে প্রসিদ্ধ সাহাবি হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আর সেটার রোজা রাখেনি, সেই ব্যক্তি হতভাগা। যে ব্যক্তি আপন পিতা-মাতাকে কিংবা উভয়ের যে কোনো একজনকে পেয়েছে কিন্তু তার সঙ্গে সদ্ব্যবহার করেনি, আর যার নিকট আমার নাম উল্লেখ করা হয়েছে কিন্তু সে আমার উপর দরূদ শরীফ পাঠ করেনি,সেও হতভাগা (মাজমাউয যাওয়ায়িদ)।

আল্লাহ আমাদের তৌফিক দিন, আমরা যেন সবক’টি রোজা সহিসালামতে রাখতে পারি। এর মাধ্যমে দুনিয়াতে শান্তি ও পরকালের মুক্তির পথকে সুগম করতে পারি।  আমিন

গো নিউজ২৪/এমআর

 

ইসলাম বিভাগের আরো খবর
তাবলিগের বিরোধটা আসলে কোথায়

তাবলিগের বিরোধটা আসলে কোথায়

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

পবিত্র আশুরা ২৯ জুলাই

পবিত্র আশুরা ২৯ জুলাই

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান