ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাত সন্তানের একজনমাত্র উত্তরসুরী, অন্যরা?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ৬, ২০১৭, ১০:১৭ পিএম
সাত সন্তানের একজনমাত্র উত্তরসুরী, অন্যরা?

হাটহাজারী থেকে পরিচালিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা শাহ আহমদ শফী তার স্ত্রীদের নিয়ে হাটহাজারী মাদরাসার ভেতরেই একটি কমপ্লেক্সে বসবাস করেন।

তবে তার ব্যক্তি ও পারিবারিক জীবন নিয়ে সব সময়ই গোপনীয়তা রাখার চেষ্টা করেন। সে কারণে পারিবারিক অনুষ্ঠানে হেফাজতে ইসলাম কিংবা হাটহাজারী মাদরাসার নেতা-কর্মীদের (দাওয়াত দেয়া হয় না) দেখা যায় না।

গেল কয়েক বছর ধরে হাটহাজারীর ধর্মীয় এই ব্যক্তিত্বের রাজনৈতিক দর্শন আর দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানা গেলেও তার ব্যক্তিগত আর পারিবারিক জীবন সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি।

তবে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ, মতিঝিল শাপলা চত্বরে অবস্থান, ১৩ দফা দাবির পর সর্বশেষ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের ঘটনায় ব্যাপকভাবে আলোচনায় উঠে আসেন আল্লামা শাহ আহমদ শফী। তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতুহল বাড়ে।

স্থানীয় সূত্রমতে, আল্লামা শফীর সন্তান সংখ্যা সাত। এরমধ্যে চারজন মেয়ে ও তিনজন ছেলে। তবে এই সাত সন্তানের মধ্যে হেফাজতে ইসলামের রাজনীতিতে সক্রিয় আছেন একজন মাত্র। তিনি হলেন মেজ ছেলে আনাস মাদানী। অন্য দুই ছেলে গ্রামের বাড়ি রাঙ্গুনিয়াতে থাকেন। আর শফীর তিন মেয়ের জামাই-ই মাদরাসায় শিক্ষকতার সঙ্গে জড়িত।

তবে একটি বিষয়ে হাটহাজারী মাদরাসা সংশ্লিষ্ট ব্যক্তিরা তেমন কিছু জানেন না। তবে তাদের অনেকে বলছেন, আল্লামা শফীর বর্তমানে তিনজন স্ত্রী রয়েছেন। যদিও এ সংখ্যা চারজন বলে উল্লেখ করছেন কেউ কেউ। স্থানীয়রা জানান, ৯২ বছরের জীবনে আল্লামা শফী ছয় বার স্ত্রী গ্রহণ করেছেন। এর মধ্যে কারো মৃত্যুও হয়েছে। তবে তিনি প্রথম বিয়ে করেন মাত্র ২৩ বছর বয়সে।

মেজ ছেলে আনাস মাদানী হাটহাজারী মাদরাসায় ‘বড় হুজুরের’ উত্তরসূরী হিসেবেই পরিচিত। মাদরাসার শিক্ষকদের মধ্যে একমাত্র তার কক্ষটিই শীতাতপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত। 

ইসলাম বিভাগের আরো খবর
তাবলিগের বিরোধটা আসলে কোথায়

তাবলিগের বিরোধটা আসলে কোথায়

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

পবিত্র আশুরা ২৯ জুলাই

পবিত্র আশুরা ২৯ জুলাই

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান