ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হজের খরচ বাড়লো


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০১৭, ০৭:৩০ এএম
হজের খরচ বাড়লো

এবছর গতবারের তুলনায় ১৪ থেকে ২১ হাজার টাকা বাড়ছে সরকারি ব‌্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ। আর বেসরকারি ব্যবস্থাপনায় এবার এ খরচ বেড়েছে এক হাজার ৯৬ টাকা।

এবছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। গতবছর সরকারিভাবে ১০ হাজার এবং বেসরকারিভাবে ৯১ হাজার ৭৫৮ জন হজে গিয়েছিলেন।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৭’ এবং ‘হজ প্যাকেজ-২০১৭’ এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এবারের হজ প‌্যাকেজের তথ‌্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সুবিধার ধরন অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে টাকার অংকে হেরফের হবে।”

শফিউল আলম বলেন, “অনেকগুলো আইটেমের মধ্যে খরচ বেড়ে গেছে। সৌদি রিয়ালের দাম বেড়েছে, ডলারের দাম বেড়েছে, বাড়ি ভাড়াও একটু বেড়েছে; সব মিলিয়েই খরচ কিছুটা বেড়েছে।”

সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ- ১ এর আওতায় কোরবানি ছাড়া হজে যেতে এবার ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা।

প্যাকেজ-২ এর আওতায় কোরবানিসহ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ হবে।

গত বছর ছিল প্যাকেজ-১ ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা। প্যাকেজ-২ ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা খরচ নির্ধারণ করে দিয়েছে সরকার। গত বছর ছিল ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা।

এ হিসেবে বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাওয়ার মৌলিক খরচ বেড়েছে এক হাজার ৯৬ টাকা। এর সঙ্গে সৌদি আরবে বাড়িভাড়া, খাওয়া-দাওয়া, কোরবানিসহ অন্যান্য খরচ যোগ করবে হজ এজেন্সিগুলো।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এবার সব হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে এমআরপি পাসপোর্ট নিতে হবে। প্রত্যেক হজ এজেন্সিকে কমপক্ষে ১৫০ জন এবং সর্বোচ্চ ৩০০ জন হজযাত্রী পাঠানো অনুমতি দেওয়া হবে। কোরবানির জন্য ৫০০ রিয়াল সৌদি একটি ব্যাংকে জমা দিতে হবে, তারাই কোরবানি করে দেবে। আর বাড়ি ভাড়া, খাওয়াসহ অন্যান্য খরচ ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে।”

গো নিউজ ২৪/ এস কে 

ইসলাম বিভাগের আরো খবর
তাবলিগের বিরোধটা আসলে কোথায়

তাবলিগের বিরোধটা আসলে কোথায়

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

ওয়াজ মাহফিল সরকারিভাবে মনিটরিংয়ের অনুরোধ

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

আশুরার দিনে যে দুইটি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ

পবিত্র আশুরা ২৯ জুলাই

পবিত্র আশুরা ২৯ জুলাই

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান