ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যে কারণে শিরোচ্ছেদ করা হয়েছিল পাক রাষ্ট্রদূতের মেয়ের


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ০৮:৪৯ এএম আপডেট: জুলাই ৩০, ২০২১, ০৮:৫৩ এএম
যে কারণে শিরোচ্ছেদ করা হয়েছিল পাক রাষ্ট্রদূতের মেয়ের

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিহত সাবেক রাষ্ট্রদূতের মেয়ে নুর মুকাদামকে (২৭)গুলি করে হত্যার পর শিরোচ্ছেদ করা হয়েছিল বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। এর আগে পুলিশের তরফ থেকে শিরোচ্ছেদের বিষয়টি না জানানো হলেও সম্প্রতি তা সামনে এসেছে।

ইসলামাবাদের একটি অভিজাত এলাকা থেকে ২০ জুন শওকত মুকাদামের মেয়ে নুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। শওকত দক্ষিণ কোরিয়া ও কাজাখস্তানে পাকিস্তানি কূটনীতিক হিসেবে কাজ করেছেন।

প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ার কারণে নুরকে গুলি করে হত্যার পর তার শিরোচ্ছেদ করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, নুরকে হত্যার অভিযোগে গ্রেফতার জাহির জাফর ইসলামাদের এক শীর্ষ ব্যবসায়ীর ছেলে। 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগেই জাহিরের সাথে প্রেমের সম্পর্ক ভেঙে দেন নুর। নুরের এই প্রত্যাখ্যান সহজ ভাবে নেননি জাহির। আর এই কারণেই তাকে এভাবে হত্যা করা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

পুলিশ জানায়, অভিযুক্ত জাহির মাদকাসক্ত। এমনকি তিনি মানসিক ভাবে সুস্থ নন বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে নুরকে হত্যার ঘটনায় নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে এনে ক্ষোভে ফুঁসছে পাকিস্তানের হাজার হাজার মানুষ। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন হাজারও মানুষ। তাদের নারী ও শিশুরাও ছিলেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন মানবাধিকারকর্মীরাও। অনেকেই ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী এ ঘটনার নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র