ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিয়ের আসরে বরের অফিস


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০১:৩৮ পিএম আপডেট: জুলাই ২৭, ২০২১, ০৭:৩৮ এএম
বিয়ের আসরে বরের অফিস

করোনা মহামারি ‘হোম অফিস’, ‘ওয়ার্ক ফ্রম হোম’ শব্দগুলোর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে। ঘরে কিংবা দূরে বসেও যে অফিসের অনেক কাজকর্ম করা যায়, তার প্রমাণ আমরা পেয়েছি গত দেড় বছরে। ঘরে থেকে অফিসের কাজকর্ম করলেও বিয়ের আসরে বসে ল্যাপটপ খুলে অফিসের কাজ করতে হবে, এমন ভাবনা অনেকের মাথায় হয়তো আসবে না। তবে এটাই করতে হয়েছে একজনকে। বিয়ের আসরে বরের বেশে বসে সামনে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করেছেন তিনি।

অবাক করা ঘটনাটি নিয়ে গতকাল সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে, ভারতের এ ঘটনা নিয়ে চলতি মাসের শুরুতে ওই বিয়ের আসরের একটি ছোট্ট ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলোকচিত্রী জয়রাজ বিজয়সিংহ দেশমুখ।

ভিডিওতে দেখা যায়, মাথায় হলুদ রঙের পাগড়ি পরে বরের বেশে বিয়ের মণ্ডপে বসে আছেন একজন। কোলে রাখা একটি ল্যাপটপ। আর তাতে আপন মনে অফিসের কাজ করে যাচ্ছেন তিনি। চারপাশে অতিথিরা ভিড় করেছেন। একে একে কাছে আসছেন, বরের কাজকর্ম দেখছেন, এরপর চলেও যাচ্ছেন। বরের কোনো ভাবান্তর নেই! এক মনে ল্যাপটপে কাজ করছেন।

এরপর ক্যামেরা কনের দিকে ঘোরানো হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজনের সঙ্গে একটু দূরে বসে আছেন কনে। বসে বসে বরের কাজকর্ম দেখছেন আর হাসছেন। করোনাকালে বিয়ের আসরে যেসব আত্মীয় উপস্থিত হতে পারেননি, তাঁদের সঙ্গেও ভিডিও কলে কথা বলছেন।

এই ভিডিও পোস্ট করে জয়রাজ ক্যাপশনে লিখেছেন, ‘ব্যস্ত বর, হাসিমুখে কনে। বিয়ের আসরে আমি এমনটাই দেখেছিলাম।’ তবে বর ও কনের নাম–পরিচয় প্রকাশ করেননি তিনি।

ভিডিওটি ইনস্টাগ্রামে দেওয়ার পর তা ভাইরাল হয়েছে। ১৬ লাখের বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিও দেখেছেন। অনেকেই কমেন্ট করেছেন। শেয়ার করেছেন। মজা করেছেন। বিয়ের আসরে বসে বরের কাজকর্ম নিয়ে একজন মজা করে মন্তব্যে লিখেছেন, ‘যখন বস আপনার ছুটির আবেদন ছুড়ে ফেলেন!’

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র