ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রায় দুই মাস পর ভারতে করোনার সুখবর এলো


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০, ০১:১৯ পিএম আপডেট: অক্টোবর ১৩, ২০২০, ০৭:১৯ এএম
প্রায় দুই মাস পর ভারতে করোনার সুখবর এলো

দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে ভারতে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৩৪২ জন। দেশটিতে প্রায় দুই মাস পর দৈনিক সংক্রমণ সবচেয়ে কম দেখা গেল। এমনকি গত গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও কম ছিল।

গত সেপ্টেম্বর থেকেই দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যায় অন্যান্য দেশের চেয়ে এগিয়ে ছিল ভারত। প্রায় প্রতিদিনই ৭০ থেকে ৮০ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে দৈনিক সংক্রমণ ৯০ হাজার পেরিয়ে গেছে।

একই সঙ্গে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যাও বাড়তে শুরু করে। সংক্রমণের হার বাড়তে থাকায় আশঙ্কা করা হচ্ছিল যে, অক্টোবরের মধ্যেই হয়তো অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে।

ভারতে এখন অ্যাক্টিভ কেস ১১ শতাংশের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছ ৭০৬ জনের। দেশটিতে করোনায় মৃত্যুহার ১.৫৩ শতাংশ।

ভারতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ৭৫ হাজার। অপরদিকে, এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ৯ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘণ্টায় প্রায় ৭৭ হাজার করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা ৬২ লাখ ২৭ হাজার ২৯৫। সেখানে বর্তমানে সুস্থতার হার ৮৬ দশমিক ৭৮ শতাংশ।

দৈনিক সংক্রমণ কমলেও ভারতের পাঁচ রাজ্যে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেরালা, ছত্তীসগড়, উত্তরাখণ্ড, ওডিশা ও মধ্যপ্রদেশে গত ১৩ সেপ্তেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে সংক্রমণের হার মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে।

এই সময়ের মধ্যে কেরালায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৯৮ শতাংশ, ছত্তীসগড়ে ৯৩ শতাংশ, উত্তরাখণ্ডে ৬১ শতাংশ, ওডিশা ও মধ্যপ্রদেশে ৫৪ শতাংশ। কেরালায় কোভিড অ্যাক্টিভ রোগীর সংখ্যাও বেশি। গত ২৪ ঘণ্টায় কেরালা ও মহারাষ্ট্রে নতুন সংক্রমণ ধরা পড়েছে ৭ হাজারের বেশি।

তবে কিছু রাজ্যে সংক্রমণের হার আগের চেয়ে কিছুটা কমেছে। যেমন বিহার, তামিলনাড়ু, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় প্রথম দিকে সংক্রমণ বেশি থাকলেও এখন কিছুটা কমেছে। কিন্তু মহারাষ্ট্রে করোনা সংক্রমণ কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। আক্রান্তের সংখ্যায় এখনও শীর্ষেই রয়েছে এই রাজ্য। সংক্রমণে মহারাষ্ট্রের পরেই কর্নাটকের স্থান।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন জানিয়েছেন, দেশে কোভিড টেস্ট অনেক বাড়ানো হয়েছে। ১ হাজার ৮শ'র বেশি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা করা হচ্ছে। দৈনিক ১৫ লাখ কোভিড টেস্টের পরিকল্পনা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) হিসেব অনুযায়ী, এ পর্যন্ত ভারতে ৮ কোটি ৮৯ লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল ১০ লাখ ৭৩ হাজার জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র