ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতে ভয়াবহ করোনা, এবার আক্রান্ত অমিত শাহ


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২, ২০২০, ০৭:৫৮ পিএম
ভারতে ভয়াবহ করোনা, এবার আক্রান্ত অমিত শাহ

করোনা এবার থাবা বসালো নর্থ ব্লকেও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২ আগস্ট) টুইট করে নিজেই এ কথা জানান তিনি। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

গুরুগ্রামের মেদান্ত সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অমিত শাহকে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কোমর্বিডিটি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তাই তাকে নিয়ে ঝুঁকি অনেক বেশি। তার শরীরে অক্সিজেন লেভেলের কী পরিবর্তন ঘটছে তার ওপর নজর রাখা হচ্ছে।

বিকেল ৫টা ১৩ মিনিটে টুইটারে অমিত শাহ লেখেন, ‘করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করেছিলাম আমি। তার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের কাছে অনুরোধ নিজেদের আইসোলেট করে পরীক্ষা করে নিন আপনারা। ’

এদিকে, করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। রোববার (২ আগস্ট) মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি বাড়ি ফিরেছেন। এর আগে করোনায় আক্রান্ত হলে গত ১১ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার এক টুইট বার্তায় অমিতাভ বচ্চন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আমি কোভিড-১৯ পরীক্ষা করেছি। ছাড় দেয়া হয়েছে। আমি নির্জন কোয়ারেন্টাইনে ফিরে এসেছি।

গত ১১ জুলাই অমিতাভের করোনা আক্রান্ত হওয়ার খবর আসার কিছুক্ষণ পরই জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন তার ছেলে অভিষেক বচ্চন। অভিষেক নিজেই তার টুইটারে এই তথ্য নিশ্চিত করেন।

এর এক সপ্তাহ পর অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যকে একই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মা-মেয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ২৭ জুলাই জানা যায়, মা-মেয়ে দুজনই করোনা থেকে মুক্ত হয়েছেন।

জানুয়ারির শেষে ভারতে প্রথম হানা দেয় করোনা ভাইরাস। তার পর থেকে গত ছয় মাসে দেশে তা মহামারি আকার ধারণ করেছে। রোববার পর্যন্ত গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়ে গেছে। করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গেছেন ৩৭ হাজার ৩৬৪ জন।

গোনিউজ২৪/এন

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র