ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেই বাংলাদেশির ভিসা বাতিল করল মালয়েশিয়া


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ১২, ২০২০, ০৩:১৮ পিএম আপডেট: জুলাই ১২, ২০২০, ০৯:১৮ এএম
সেই বাংলাদেশির ভিসা বাতিল করল মালয়েশিয়া

মালয়েশিয়ায় থাকা শ্রমিকদের সমস্যার ওপর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তৈরি করা প্রামাণ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি যুবক রায়হান কবিরের ওয়ার্ক পারমিট (ভিসা) বাতিল করেছে মালয়েশিয়া। দেশটির পুলিশ মহাপরিদর্শক তান শ্রী আব্দুল হামিদ বাবর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ মহাপরিদর্শকের উদৃতি দিয়ে মালয়েশীয় সংবাদমাধ্যম মালয় মেইলের খবরে বলা হয়, অভিবাসীদের নিয়ে ভুল তথ্য দেওয়া ২৫ বছর বয়সী বাংলাদেশি যুবকের ওয়ার্ক পারমিট অভিবাসন বিভাগ থেকে বাতিল করা হয়েছে।

এখন তাকে দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার আগে তাকে আত্মসমর্পণ করতে হবে।

উল্লেখ্য, আল জাজিরার নির্মিত ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামের প্রামাণ্যচিত্রে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের অভিবাসীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। প্রায় ২৬ মিনিটের প্রামাণ্যচিত্রটির সাড়ে পাঁচ মিনিটের দিকে রায়হান কবির নামের এক বাংলাদেশিকে দেখা যায়।

প্রামাণ্যচিত্রের ভয়েস ওভারে দেওয়া তথ্য অনুযায়ী, রায়হান কবির মালয়েশিয়ার চোয়াক জেলায় থাকেন। উপস্থাপককে নিজের মোবাইলে একটি ভিডিও দেখান রায়হান। সেই ভিডিওতে মালয়েশিয়ান প্রশাসনের কিছু পদক্ষেপের দৃশ্য ছিল। দেখা গেছে, ৬০০ মানুষকে তারা ট্রাকে করে অন্য কোথাও নিয়ে যাচ্ছেন।

রায়হান অভিযোগ করে বলেন, তারা আমাদের ফাঁদে ফেলেছে। ওষুধ, খাবারসহ সবকিছু দিয়েছে। কিন্তু কেউই বুঝতে পারেনি গ্রেপ্তার করা হবে। তারা খুনি নয়, সন্ত্রাসী নয়। শুধু কাগজপত্রহীন অভিবাসী।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র