ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে করোনায় আক্রান্ত-সুস্থতা দুইটাই বাড়ছে


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২০, ০১:১৬ পিএম আপডেট: জুলাই ৫, ২০২০, ০৭:১৬ এএম
ভারতে করোনায় আক্রান্ত-সুস্থতা দুইটাই বাড়ছে

ভারতে একদিকে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে অন্যদিকে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। এরই মধ্যে একদিনে রেকর্ড সংখ্যক রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যা প্রায় ২৫ হাজারের কাছে। সেই সাথে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও তৈরি হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রোববার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ১৬৫ জন। তার মধ্যে শনিবার সকাল আটটা থেকেই শুধুমাত্র ২৪ হাজার ৮৫০ জন আক্রান্ত হয়েছেন।

শুধু তাই নয়, শুক্রবার দৈনিক সর্বোচ্চ সংক্রমিতের চেয়েও গত ২৪ ঘণ্টায় ২,০০০ জনের বেশি করোনার কবলে পড়েছেন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ২২ হাজার ৭৭১ জন। শুধু যে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়েছে তা নয়, দৈনিক করোনায় মৃত্যুও নতুন রেকর্ড গড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬১৩ জনের মৃত্যু হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় সেই সংখ্যাটা ছিল ৩৭৯। সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৬৮ জন।

রেকর্ড আক্রান্ত এবং মৃতের সংখ্যার জেরে সুস্থ রোগীর সংখ্যা নয়া মাইলস্টোন পার করলেও সুস্থতার হার খানিকটা কমেছে। দেশটিতে ৪ লাখ ৯ হাজার ৮২ জন করোনা রোগী সেরে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৫৬ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু শনিবারের তুলনায় সুস্থতার হার ০.০৪ শতাংশ কমে হয়েছে ৬০.৭৬ শতাংশ।

এদিকে, ভারতের প্রথম রাজ্য হিসেবে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা দু'লাখ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৭১ জনের। আর পরিস্থিতি যে ক্রমশ জটিল হচ্ছে, তার প্রমাণ মিলেছে বিভিন্ন পরিসংখ্যানে।

মহারাষ্ট্রে প্রথম ১ লাখ আক্রান্ত হয়েছে ৯৬ দিনে আর পরের ১ লাখ ২২ দিনে। এছাড়া তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গিয়েছে। দিল্লিতে সেই সংখ্যাটা এক লাখের কাছে। সবমিলিয়ে দেশের ১৪ টি রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি।

 গোনিউজ২৪/এন

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও