ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশি ছাত্রীকে ভারত ছাড়ার নির্দেশ


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৪:২৯ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৪:৩০ পিএম
বাংলাদেশি ছাত্রীকে ভারত ছাড়ার নির্দেশ

বিতর্কিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধীতা করে ফেসবুকে পোস্ট দেয়ায় এক বাংলাদেশি ছাত্রীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। তিনি পশ্চিমবঙ্গে বিশ্বভারতীর শিক্ষার্থী বলে জানা গেছে।

দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, ফেসবুকে সিএএ বিরোধী একাধিক ছবি পোস্ট করেন ওই বাংলাদেশি ছাত্রী। এতে তার বিরুদ্ধে ভারতবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ আনা হয়।

বুধবার ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে পাঠানো এক নির্দেশে ওই ছাত্রীকে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়।

ওই নির্দেশিকায় বলা হয়, তার বিরুদ্ধে ভারতবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬ এর সেকশন ৩ এর সাবসেকশন (২) অনুয়ায়ী তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা পাওয়ার ১৫ দিনের মধ্যে তাকে ভারত ছাড়তে হবে।

তবে ওই বাংলাদেশি ছাত্রী ভারতবিরোধী ঠিক কী কার্যকলাপ করেছেন, সে বিষয়ে নির্দেশিকায় কিছু উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে, ‘সরকার বিরোধী কর্মকাণ্ডে’ যুক্ত ছিলেন ।

জানা যায়, বাংলাদেশি ওই নারী শিক্ষার্থীর নাম আফসারা আনিকা মীম। কুষ্টিয়ার বাসিন্দা আফসারা ২০১৮ সালে পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভর্তি হন। তিনি বিশ্ববিদ্যালয়টির চারুকলা বিভাগের (ডিজাইন) প্রথম বর্ষের শিক্ষার্থী।

তার এক বন্ধু জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আফসারার ২৫০ পোস্টকে ‘ভারতবিরোধী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও তিনি সরাসরি সিএএ বিরোধী কোনো কর্মকাণ্ড বা বিক্ষোভে যুক্ত ছিলেন না।

উল্লেখ্য, সিএএ আইনকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ রূপ নিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা। বেছে বেছে মুসলিমদের ওপর ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মসজিদসহ মুসলিমদের অসংখ্য বাড়িঘর-দোকানপাটে আগুন ধরিয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা।

বৃহস্পতিবার পর্যন্ত দিল্লির দাঙ্গায় কমপক্ষে ৩৪ জনের প্রাণহানি হয়েছে।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র