ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়ার রাস্তায় রুশ-মার্কিন রেস!


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৭:৪৬ পিএম
সিরিয়ার রাস্তায় রুশ-মার্কিন রেস!

বিশ্বের দুই বৃহত্তম শক্তির ঠান্ডা লড়াই, পরস্পরকে টপকে যাওয়ার প্রতিযোগিতা ছিল এক সময়কার নিত্যনৈমিত্তিক ব্যাপার। এই ভিডিও দেখলে ফের তা আবারও একবার চোখের সামনে ভেসে উঠবে। সিরিয়ার রাস্তায় দুই দেশের দু’টি গাড়ির রেশারেশি ও কোণঠাসা করার চেষ্টার দৃশ্য ধরা পড়ে ভিডিওতে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রুশ সামরিক কনভয় এগিয়ে চলেছে। গাড়িগুলোতে রাশিয়ার পতাকাও লাগানো রয়েছে। তার ঠিক সামনেই আবার একটি মার্কিন আর্মড পার্সোনেল ক্যারিয়্যার (এপিসি) এগিয়ে যাচ্ছে। রুশ কনভয়ের একটি ভারী জিপ ‘টাইগার’ ওভারটেক করতে যায় ওই মার্কিন পতাকা লাগানো এপিসি ‘ওশকোশ এম-এটিভি’কে।

কোনো রুশ জিপ তাদের ওভারটেক করে যাবে এটা মনে হয় মেনে নিতে পারছিলেন না মার্কিন গাড়ির চালক। তাই তিনি রাস্তা ছাড়তে নারাজ ছিলেন। শুধু রাস্তা ছাড়তেই নারাজ তা নয়, ডান দিক দিয়ে ওভারটেক করতে চাওয়া ‘টাইগার’কে জায়গা না দিয়ে রাস্তা থেকে নামতেও বাধ্য করেন তিনি। সেই সময় এক পথচারী প্রায় ধাক্কা খেতে যাচ্ছিলেন। কোনো রকমে ছুটে রাস্তা থেকে নেমে প্রাণ বাঁচান তিনি। 
এই রেশারেশির সময় এক পর্যায়ে গিয়ে গাড়ি দু’টি থেমে যায়। পরে ফের চলতে শুরু করে নিজেদের মতো।

বুধবার সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড করা হয়। এ ঘটনায় রুশ সংবাদমাধ্যমের দাবি, এটি সিরিয়ার উত্তর-পূর্বের আল-হাসাকা প্রদেশের কামিশলি শহর সংলগ্ন ঘটনা। এই শহর তুরস্কের সীমান্ত এলাকায়। দুই দেশের সরকারের তরফে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টিকে ভালোভাবে নেননি রাশিয়ার সেনেটর ভ্লাদিমির জাবারভ। 

বিষয়টি নিয়ে তিনি ওয়াশিংটনকে একটি সাবধানবাণী পাঠিয়েছেন। এমন পরিস্থিতি এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন মার্কিন সেনাদের।

ভিডিও দেখুন এখানে 

সূত্র: আনন্দবাজার

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র