ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিয়েতে ঘোড়ায় চড়ায় দলিত সেনাসদস্যকে পাথর ছুড়ল উঁচুবর্ণরা


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০৪:২২ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২০, ১০:২২ এএম
বিয়েতে ঘোড়ায় চড়ায় দলিত সেনাসদস্যকে পাথর ছুড়ল উঁচুবর্ণরা

সেনা সদস্য হয়েও দলিত সম্প্রদায়ের এক তরুণ বিয়ে করতে গিয়ে নিগৃহীত হলেন। বিয়েতে ঘোড়ায় চড়ায় তাকে পাথর ছুড়ে মারে উঁচুবর্ণের হিন্দুরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, রোববার ভারতের গুজরাটের বানসকানথা জেলায় এই ঘটনা ঘটে। পুলিশি নিরাপত্তার মধ্যেও পাথর নিক্ষেপের শিকার হন ২২ বছর বয়সী সেনা সদস্য আকাশ কুমার কইতিয়া।

শারিফদা গ্রামের বাসিন্দা আকাশ কুমার সকাল ১১টায় বর সেজে ঘোড়ায় চড়ে কনের বাড়িতে যাচ্ছিলেন। সেসময় তার ওপর হামলে পড়ে উঁচুবর্নের ঠাকুর কোলি সম্প্রদায়ের লোকেরা।

আকাশের ভাই বিজয় বলেন, বিয়ের আগেই ঠাকুর কোলির লোকেরা আমাদের হুমকি দিয়েছিলেন, ঘোড়ায় চড়লে বরকে তাদের গ্রাম দিয়ে যেতে দেয়া হবে না।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে আমরা থানায় অভিযোগ করি। আমাদের নিরাপত্তা ৬-৭ জন পুলিশ সদস্যও নিয়োজিত করা হয়। এরপরেও এক দল লোক আমাদের ওপর পাথর নিক্ষেপ করে।

এই ঘটনায় বর আকাশ জখম হয়ে পুলিশের ভ্যানে আশ্রয় নেন। এ ছাড়া বরযাত্রীর দুই নারীসহ তিনজন আহত হন বলে বিজয় জানান।

স্থানীয় পুলিশ জানায়, এই ঘটনায় তারা ঠাকুর কোলির ১১ জনের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও