ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উহানে সেদ্ধ আপেল খেয়ে দিন কাটাচ্ছেন বাঙালি গবেষক


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ০৪:২১ পিএম আপডেট: জানুয়ারি ২৮, ২০২০, ১০:২১ এএম
উহানে সেদ্ধ আপেল খেয়ে দিন কাটাচ্ছেন বাঙালি গবেষক

প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে গৃহবন্দী অবস্থায় সেদ্ধ আপেল খেয়ে দিন কাটাচ্ছেন ভারতের এক বাঙালি গবেষক। ৩০ বছর বয়সী ওই গবেষকের নাম সাম্যকুমার রায়। তিনি বর্ধমানের কালীবাজার আমতলার বাসিন্দা বলে ভারতের সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ এর এক খবরে জানা গেছে।

২০১৯ সালের মার্চ মাসে গণিতে পোস্ট ডক্টরেট করার জন্য চীনের উহান বিশ্ববিদ্যালয়ে যান গবেষক সাম্যকুমার রায়। গত ডিসেম্বরে ৪৫ দিনের ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন সাম্য। গত ২১ জানুয়ারি উহানে ফিরে যান তিনি।

কিন্তু পোস্ট ডক্টরেট ডিগ্রি নিতে গিয়ে জীবনই বিপন্ন হয়ে পড়েছে সাম্যর। করোনা সংক্রমণের আতঙ্কে গৃহবন্দী হয়ে পড়েছেন। কার্যত অনাহারে দিন কাটাতে হচ্ছে অবরুদ্ধদের। আপেল সেদ্ধ করে খেয়ে জীবন ধারণ করছেন এই গবেষক।

এই অবস্থায় তার মা-বাবা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন, চীন থেকে বাঙালি তথা ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক।

সাম্যকুমার রায় সাংবাদিকদের জানান, ‘এমনিতে এখানে এখন বেশ ঠাণ্ডা। তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে ঠাণ্ডা লেগে সর্দি-কাশি হচ্ছে নাকি করোনা ভাইরাসের সংক্রমণে এসব হচ্ছে, তা বুঝতে পারছি না। চিন্তা হচ্ছে। ক্লাস হচ্ছে না। হোস্টেলে ঘরের মধ্যেই বসে থাকতে হচ্ছে। ক্যান্টিনে খেতে যেতে পারছি না। কারণ, ওখানের খাবার থেকে যদি সংক্রমণ হয়ে যায়, সেই আশঙ্কা আছে। আমি একদম কাছের একটা মার্কেট থেকে সবজি, আপেল কিনে তা ঘরে এনে সিদ্ধ করে খাচ্ছি। এভাবেই ক্ষুধা মেটাচ্ছি।’

উহানে আটকা পড়েছে প্রচুর ভারতীয় শিক্ষার্থী। পরিস্থিতি এতটা সংকটজনক বুঝে চীন থেকে নাগরিকদের ফেরাতে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও