ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোদির বাবার জন্মসনদ দেখতে চান বলিউড পরিচালক


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০৭:২৭ পিএম
মোদির বাবার জন্মসনদ দেখতে চান বলিউড পরিচালক

এন আর সি ইস্যুতে এবার শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তীব্র সমালোচনা সত্ত্বেও ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করায় দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার। শুরু থেকেই বিতর্কিত এই আইনের বিরোধিতা করে আসছেন দেশটির চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ। এই আইনের প্রতিবাদ জানাতে গিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবার জন্মসনদ দেখতে চেয়েছেন তিনি।

ভারতীয় এই চলচ্চিত্র নির্মাতার করা এক টুইটার বার্তার বরাতে বৃহস্পতিবার এই  খবর প্রকাশ করেছে ‘দ্য হিন্দু’।

ওই টুইটার বার্তায় অনুরাগ লিখেছেন, ‘আমরা নরেন্দ্র মোদি, তার বাবা এবং পুরো পরিবারের জন্মসনদ দেখতে চাই। তার পরই ভারতের জনগণ মোদিকে নিজেদের জন্মসনদ দেখাবে।’

শুধু তাই নয়, ওই টুইটার বার্তায় প্রধানমন্ত্রী মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনুরাগ কাশ্যপ। এ ব্যাপারে তিনি লেখেন, ‘নরেন্দ্র মোদি যে শিক্ষিত সেটার প্রমাণ চাই। আর তিনি যে রাজনীতি বিজ্ঞানে ডিগ্রি নিয়েছেন তাও দেখতে চাই আমরা।’

এর আগে গত ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। 

বিতর্কিত আইনটিতে নিপীড়নের মুখে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে পাড়ি জমানো হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনটির বিরুদ্ধে গত এক মাসেরও বেশি সময় ধরে ভারতজুড়ে চলছে তীব্র বিক্ষোভ। তবে বিক্ষোভের মুখেই গত শুক্রবার (১০ জানুয়ারি) কার্যকর হয়েছে আইনটি।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও