ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইরানে ইউক্রেনের বিমানে ক্ষেপণাস্ত্র ছোড়ার ভিডিও প্রকাশ


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০৪:৪৭ পিএম আপডেট: জানুয়ারি ১৫, ২০২০, ১০:৪৭ এএম
ইরানে ইউক্রেনের বিমানে ক্ষেপণাস্ত্র ছোড়ার ভিডিও প্রকাশ

ইরানের মাটিতে ১৭৬ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনের একটি বিমান। তেহরান প্রথমে একে নিছক দুর্ঘটনা হিসেবে দাবি করলেও পরে চাপের মুখে স্বীকার করে ‘ভুল’ করে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রেই বিধ্বস্ত হয় বিমানটি।  এবার এ বিমান বিধ্বস্তের নতুন ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যায় ইরানের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রে বিমানটি বিধ্বস্ত হয়। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সংবাদে বলা হয়, ইউক্রেনের বিধ্বস্ত হওয়া বিমানটির নতুন এক ভিডিও সামনে এসেছে। এতে দেখা যাচ্ছে ইরানের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রে বিমানটি বিধ্বস্ত হয়।

অপরদিকে, মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস বলছে- নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়- ৩০ সেকেন্ড পর পর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই দুই ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি তৎক্ষণাৎ নিচে নেমে যায়।  ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটিতে আগুন লেগে যাওয়ার পর কয়েক মিনিট ওড়ে। তারপর বিমানটি বিধ্বস্ত হয়। 

ইরান যখন ইউক্রেনের এ বিমান বিধ্বস্তকে দুর্ঘটনা হিসেবে দাবি করেছিল তখন একটি ভিডিও প্রকাশ করেছি দ্য নিউইয়র্ক টাইমস।  সেই ভিডিওতেও দেখা গিয়েছিল- কোনো একটি বস্তু বিমানটি আঘাত করেছে। এরপর বিমানটিতে আগুন ধরে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। ইরানিরা এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে।

এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি তেহরানের। তবে যুক্তরাষ্ট্র এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এ হামলায় তাদের কোনো সৈন্য নিহত হননি।

তার পরের দিন ৮ জানুয়ারি ১৭৬ যাত্রী নিয়ে ইরানে বিধ্বস্ত হয় ইউক্রেনের বিমানটি। ইরান প্রথমে একে নিছক দুর্ঘটনা হিসেবে দাবি করলেও পরে চাপের মুখে স্বীকার করে- তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রেই বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলছে, একইসঙ্গে আন্তর্জাতিক চাপেও আছে দেশটি।

ভিডিও দেখুন এখানে

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও