ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নামাজ পড়তে লাগবে ফি, মসজিদে নোটিশ


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ০৪:৫৬ পিএম আপডেট: ডিসেম্বর ১১, ২০১৯, ১০:৫৬ এএম
নামাজ পড়তে লাগবে ফি, মসজিদে নোটিশ

ফাইল ছবি

ইয়েমেনের রাজধানী সানার একটি মসজিদের এক নোটিশে বলা হয়েছে, সেখানে নামাজ পড়লে মুসল্লিদের ফি দিতে হবে। সম্প্রতি এমনই এক নোটিশ জারি করেছে হুথি বিদ্রোহীরা। আর ওই নির্দেশনা সম্বলিত নোটিশটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। 

ওই নোটিশে বলা হয়েছে, ফজরের নামাজ পড়তে মসজিদে এলে ১০০ ইয়েমেনি রিয়াল দিতে হবে। তবে জুম’আর নামাজসহ পুরো সপ্তাহের সব নামাজ আদায়কারীকে ৫০ ইয়েমেনি রিয়াল ফি দিতে বলা হয়েছে।

এছাড়া রমজান মাসে তারাবিহ নামাজ আদায় করলে ১০০ ইয়েমেনি রিয়াল ফি দিতে হবে বলেও জানানো হয়েছে ওই নোটিশে। তবে মাসিক চার হাজার ইয়েমেনি রিয়াল দিয়ে পুরো মাস নিয়মিত মসজিদে নামাজ আদায় করতে পারবেন একজন মুসল্লি।

ওই মসজিদের হুথি সুপারভাইজার এমন অযৌক্তিক পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে বলেন, মসজিদ পরিচালনায় বিদ্যুৎ ও পানি বিলসহ বিভিন্ন বিল দিতে হয়।

মসজিদে টাঙানো নোটিশ

মসজিদটির ওই নোটিশের পর ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-এরানি ওই পদক্ষেপের সমালোচনা করে বলেন, ‘ইতিহাসের কোনও পর্যায়ে এমন ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হলে ২০১৪ সালে রাজধানী সানাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা। পরবর্তীতে সৌদি নেতৃত্বাধীন জোটে হুথিদের বিরুদ্ধে লড়াই শুরু করে। ভয়াবহ এই যুদ্ধে এখন পর্যন্ত ৯১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

গো নিউজ২৪/আই

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও