ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ঢুকে যুদ্ধ করতে প্রস্তুত ভারতীয় সেনারা


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ১০:২৮ এএম
পাকিস্তানে ঢুকে যুদ্ধ করতে প্রস্তুত ভারতীয় সেনারা

কাশ্মীর ইস্যুতে পারমাণবিক অস্ত্রধারী দুই চিরবৈরী প্রতিবেশীর মাঝে উত্তেজনা চরমে পৌঁছেছে। আর এই প্রেক্ষাপটে পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। ভারতের কেন্দ্রীয় সরকারকে আশ্বস্ত করে বিপিন রাওয়াত জানান, দরকার পড়লে শত্রুর মাটিতে ঢুকে শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য যেকোনো সময় সব রকমভাবে তৈরি ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি ভারতীয় সেনারা। দরকার পড়লে পাকিস্তানের ভেতরে ঢুকে যুদ্ধ করতে তৈরি তারা। ভারতের মাটিতে পুলওয়ামার হামলার বদলা হিসেবে পাকিস্তানকে আরো শিক্ষা দিতে চায় ভারত।

তিনি আরো বলেন, দরকার হলে বালাকোটের মতো পাকিস্তানের ভূখণ্ডে ফের জঙ্গিঘাঁটি ভাঙতে পাঠানো যেতে পারে যুদ্ধবিমান।

ভারতীয় সেনা সূত্রে খবর, ভারতে উরি হামলার পর থেকে ১১ হাজার কোটি রুপির অস্ত্র কেনার চুক্তি সেরে ফেলেছে ভারত। যার মধ্যে ৯৫ শতাংশ অস্ত্র এরই মধ্যে ভারতীয় সেনার হাতে এসে পৌঁছেছে বলে জানা গেছে।

এদিকে, উদ্ভুত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে কাশ্মীর ইস্যু ছাড়াও আঞ্চলিক শান্তি রক্ষা ও দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন তারা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসনের সাংবিধানিক অধিকার কেড়ে নেয় বিজেপি সরকার। এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সমপর্কের তীব্র অবনতি হয়। আগ থেকেই কাশ্মীর নিয়ে দুই দেশ বিবাদে জড়িয়ে রয়েছে। এখন নতুন করে তা মাথাচাড়া দিয়ে উঠেছে। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেন, কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ে তিন পাকিস্তানি সেনা ও পাঁচ ভারতীয় সেনারা মৃত্যু হয়েছে।

গো নিউজ২৪/এমআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও